স্টাফ রিপোর্টার:: কোম্পানীগঞ্জ উপজেলার পুরাতন বালুচর গ্রামের পূর্ব শত্রুতার জেরে নেছার মিয়া নামীয় এক ব্যক্তি প্রতিবেশীর হামলার শিকার হয়েছেন। সরেজমিনে গেলে বিস্তারিত জানা যায় শ্রমিক নেছার
মিয়া প্রতিপক্ষ মরম আলীর লোকজন ৩১ মে তারিখ বিকেলে শান্তিরবাজারে যাওয়ার পথে তাঁরা আগে থেকেই দলবদ্ধ হয়ে মরম আলীর স্ত্রী মরিছের গুঁড়ো মিশানো পানি ছুড়ে নেছার মিয়ার মুখে। এরপর তার উপর অতর্কিত হামলা মারধর ও চুরি মাছ শিকারের ছল দিয়ে শরীরের বিভিন্ন অংশ আঘাত করে।
এলাকাবাসী নেছার মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় বেসরকারি, ফ্রিডম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। বর্তমানে পরিবারের সদস্যরা চিকিৎসা করা অসম্ভব ব্যপার, খেতেই পারছেনা। ঘরের মধ্যেই বিছানায় মৃত্যু সজ্জায় মুখে নল দিয়ে খাওয়ানো হচ্ছে। প্রতিপক্ষ মরম আলী প্রভাবশালী ও এলাকার সামাজিক বিচার,কাউকে তোয়াক্কা করেন না বলে এলাকাবাসী জানান। মারধর হামলায় আহত নেছার মিয়ার ছেলে নাঈম মিয়া বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তারা হলেন মরম আলী (৪০) আইয়ুব আলী (৩০) রজব আলী (২৫) শহীদ মিয়া (২২) হাবিব মিয়া (২০) আকবর আলী (৩৩) টুনি বেগম (৪০) সহিদা বেগম (৩২) অজ্ঞাত নামীয় আরো ৪-৫জন। বাদীপক্ষের অভিযোগ কোম্পানীগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি থানা পুলিশ কোন প্রকার সহযোগিতা করছেন না। প্রতিবেশী শামীম আহমেদ (২৬) বলেন নেছার মিয়া আজ মৃত্যু শয্যায়,আমরা এই ঘটনার সাথে জড়িত মরম আলী গংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের জোরালো ভূমিকা দাবি করেছি।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসির উজায়ের আল মাহমুদ আদনান এর কাছে লিখিত অভিযোগ প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।