নিজস্ব প্রতিবেদক :; ২৭ জুন শুক্রবার বাদ এশা খাসদবীর এলাকায় মত বিনিময় সভার মাধ্যমে বন্ধন সমাজ কল্যান সংস্থার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
হুমায়ুন আহমদ মাশুক এর সভাপতিত্বে , ময়নুল ইসলাম ও আহমেদ মোহন ও মোশাহিদ আলীর যৌথ পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, দারুসসালাম মাদ্রাসা খাসদবীরের শিক্ষক নিয়ামত উল্লাহ বাপ্পি।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ, আলী আহমদ দবীর, শফিক মিয়া, কয়েছ,আহমদ চৌধুরী, ইদ্রিস মিয়া, আব্দুল মন্নান, কাবুল মিয়া, গোলাম কাদের চৌধুরী, খোয়াজুর রহমান, আলমগীর মিয়া, আবুল কালাম ছুনন, শাহ আলমগীর, হুমায়ুন আহমেদ মাশুক, দেলোয়ার হোসেন খান, আরো উপস্থিত ছিলেন, সোলেমান বক্স, জাকির আহমদ, সুহেব মিয়া, মামুন আহমদ মিন্টু, লায়েক আহমদ, সুলতান বক্স মনসুর, আসাদুজ্জামান শহিদ, কামরুল ইসলাম সাহেদ, শহিদুল হক, আসাদ আহমদ ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ
উপদেষ্টা মন্ডলি ও এলাকাবাসীর সম্মতিক্রমে সাহেদ আহমদ চমন সভাপতি, মাহফুজুল করিম জেহিন সিনিয়র সহ সভাপতি, কবির খাঁন সাধারণ সম্পাদক, মেহদি হাসান চৌধুরী সপু যুগ্ন সাধারণ সম্পাদক, শাহনুর আহমদ সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। পরবর্তী তে আংশিক কমিটির সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
পরে এক বিশেষ মোনাজাত শেষে অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন আহমেদ মাশুক এর বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত