মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় ও পরিবেশের দায়বদ্ধতার অংশ হিসেবে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি - ২০২৫ গত ২৭-০৬-২০২৫'খ্রি:, শুক্রবার শোকর-এ মওলা মনজিল চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
কর্মসূচির উদ্বোধনকালে উদ্বোধক মহোদয় পরিবেশের ভারসমাম্য রক্ষায় বৃক্ষের অবদান ও প্রয়োজনীয়তা তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উপদেষ্টা পর্ষদের সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত