মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-বোয়ালখালী থানার কধুরখীল গ্রামের অশ্বিনী দাশের বাড়ির বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশ ২৯ জুন ২০২৫ ভোর ৪.১০ঘটিকায় পরলোকগমন করেন। তিনি মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রবীন সদস্য সরোজ কান্তি দাশের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে শোক প্রকাশ করেন। সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, কৃষ্ণ বৈদ্য, রুবেল শীল, ঝুমুর সর্দ্দার, পন্ডিত নিরোধলীলা গীতা বিদ্যাপীঠের চেয়ারম্যান ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, অচ্চর্ণা রাণী আচার্য, শিপ্রা বসু মল্লিক, মৌসুমী চৌধুরী, কাশ্মিরি দাশ, সোমা গুহ, সোমা চৌধুরী প্রমূখ এবং দিব্যধাম গ্রহণ করায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত