মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-চট্রগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজার ও আশপাশের এলাকায় আজ সোমবার (১ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ নজরুল ইসলাম। অভিযানে রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে মোট ৬ জন ব্যবসায়ীকে ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। বাজারের শৃঙ্খলা ও জনসাধারণের সেবা নিশ্চিতে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে।