মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-ফটিকছড়ি পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এসময় তিনি রাজস্ব ও উন্নয়ন বাজেট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক, নাজিরহাট পৌরসভা আরো ছিলেন সহায়ক কর্মকর্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সোনম বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জনাব তন্ময় নাথ, অফিসার ইনচার্জ জনাব নুরুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তানভীর আহমেদ সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব রাজীব, উপজেলা শিক্ষা অফিসার জনাব মুরাদ হোসেন চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা জনাব সুমন চৌধুরী, সহকারী প্রকৌশলী জনাব বিকাশ রঞ্জন।
বাজেট অধিবেশনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ব্যাবসায়ী, পেশাজীবি, ছাত্র প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাজেট উপস্থাপনায় বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে নাগরিকদের পৌর কর পরিশোধে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়।
উন্মুক্ত বাজেট আলোচনায় পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করা হয়।
আগামী অর্থবছরে মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তার বাতি, সড়ক ও ড্রেনেজ সিস্টেম উন্নয়ন এ কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যাক্ত করা হয়।