মোঃ সুমন মিয়া:: জামালপুর জেলা স্কুলের ৫ম শ্রেনীতে পড়ুয়া প্রভাতি শাখার রোল নাম্বার-৪ মোঃ তাশরিফ। স্কুলের স্যার ও বন্ধুদের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর। হঠাৎ গত জানুয়ারী মাসে গাড়ে একটি টিউমার ধরা পড়ে। স্কুল বন্ধের মাঝে ঢাকা একটি হাসপাতালে তার গাড়ে টিউমার অপারেশন করা হয়। ফেব্রুয়ারি মাসে সুস্থ্য হয়ে বাড়ি ফেরে স্কুলে নিয়মিত ক্লাশ শুরু করে তাশরিফ। ফেব্রুয়ারি মাসে আবার গাড়ে সমস্যা দেখা দিলে ফের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৬ মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এনা মেডিকেল, মহাখালি ক্যান্সার হাসপাতাসহ বেশ কিছু হাসপাতালে চিকিৎসা নেয় তাশরিফ। তার শরিরে ৩০টিরও বেশি থেরাপি দেয়া হয়। থেরাপিতে গাড়ের টিউমার ছোট হলেও বর্তমানে আরো করডোমা নামের তিনটি টিউমার ধরা পড়ে। গতকাল ৩০ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রিলিজ দেন কর্তব্যরত ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত তাশরিফরে করডোমা নামের এই টিউমার অপারেশন ছাড়া মেডিসিন দিয়ে নির্মূল করা সম্ভব হতে পারে, তবে এই মেডিসিন বাংলাদেশে নেই। দেশের বাইরে অন্যদেশে চিকিৎসা নিলে হয়তো বা তার টিউমার নির্মূল হতে পারে। বর্তমানে যে কোন মুহুর্তেই নিবে যাবে এই প্রদীপ। তার শরীরের কোমর থেকে দুই পা পর্যন্ত কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। খাবার খেতে পারে না। প্রস্রাব করতে পারেনা। এমন অবস্থায় তাশরিফের ইচ্ছাপূরনে ৩০ জুন এম্বোলেন্সে ঢাকা থেকে সরাসরি নিয়ে আসা হয় আমলাপাড়ায়। সেখানে জিলা স্কুলে জলিল স্যার, রফিউদ্দিন স্যারসহ অনেক শিক্ষক, বন্ধু ও বন্ধুদের অভিভাবকরা। ঘন্টা খানিক সময় তাশরিফের এমন অবস্থা দেখে নিরবে চোখের পানি ফেলে। সে সময় তাশরিফ বলে ‘মা আমি স্কুলে যাবো কবে?’ আসলে ভাগ্যকি নির্মম যত সময় যাচ্ছে তাশরিফ ততই মুত্যুর মুখোমুখি হচ্ছে। এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তবুও আল্লাহ যা করেন। আমরা সকলেই তাশরিফের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাশরিফকে সুস্থ্য করে দেন। তাশরিফের দ্রুত আরো উন্নত চিকিৎসা না করা হলে যে কোনো মুহুর্তে নিবে যাবে এই প্রদীপ। দীর্ঘ ৬ মাসে তাশরিফের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যায় হওয়ায় তার পরিবার এখন নিঃস্ব। আমরা কি পারিনা তাশরিফের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তাহলে হয়তো তাশরিফকে আমরা আবার ফিরে পাবো। উন্নত চিকিৎসা না করতে পারলে হয়তো নিভে যেতে পারে এই মেধাবী প্রদীপটি। তাশরিফকে সাহায্য পাঠাবেন:_সোনালী ব্যাংক, জামালপুর কর্পোরেট শাখা, জামালপুর,সঞ্চয় হিসাব নাম্বার 2608801017036।