ইব্রাহিম খান ইমন,ওসমানীনগর, প্রতিনিধি:: তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তরুণ উদ্যোক্তা জাহেদ আল-হাসান তৃতীয়বারের মতো স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন।
শনিবার, ২৮ জুন ২০২৫, সন্ধ্যা ৫টায় রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরুখ ফারদিন সাবরাতা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন টিভি চ্যানেল GTV।
জাহেদ আল-হাসান, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামের মৃত আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল (রহঃ)-এর পুত্র।
তিনি দেশের প্রথম কিশোরবান্ধব সাইবার নিরাপত্তা অ্যাপ “iSafe BD”-এর প্রতিষ্ঠাতা, যা শিগগিরই Google Play Store-এ উন্মুক্ত হচ্ছে। অ্যাপটি ১৩/১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্ল্যাকমেইলের মতো ইস্যুতে সহায়তা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন শাজাল নূর, বর্ষা হক, আঁচল আঁখি, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি, মামনুন ইমন, তাসিন ও তাজিন সহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত