মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজ বিভাগের সবক অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত পরিবেশে হেফজ বিভাগের ৪ জন ছাত্রকে (২জন কোরআন শরীফ ২জন আমপারা) আনুষ্ঠানিক সবক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত সুপার আনোয়ার সিকদার, প্রধান হাফেজ আবুল কালাম শিক্ষক মহিউদ্দিন, আবু হানিফ, মোবারক হোসেন সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ। বক্তারা সকলের কাছে দোয়া প্রত্যাশা করে বলেন, এ শিশুরা যেন হিফজুল কুরআনের আলোকিত পথে এগিয়ে যায় এবং সমাজে ইসলামের প্রকৃত আলো ছড়িয়ে দিতে পারে।