মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-ঐতিহ্যবাহী গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ (হামজার বাগ বিবিরহাট) সংলগ্ন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক ভাবে এইবারো শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালার আজ (২ জুলাই ২০২৫ইং) বুধবার বাদ মাগরিব ২য় দিবস মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে দেশ বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানীর সাবেক প্রধান পরিচালক ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চান্দগাঁও দরবারে বারীয়া শরিফ এর নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মুফতি সাইফুল ইসলাম বারী। বিশেষ আলোচক ছিলেন রাউজান বায়তুন নূর তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা সাহাব উদ্দীন মাইজভান্ডারী। বক্তারা বলেন, ঐতিহাসিক বিদায় পরবর্তী গাদীরে কুম নামক স্থানে রাসূলে করিম (দ.) লক্ষ লক্ষ সাহাবায়ে কিরামের উপস্থিতিতে ঘোষণা করেন, আমি রাসুল (দ.) যার মওলা আলী ও তার মওলা। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এই পবিত্র ঘোষনাকে সাদরে গ্রহণ করেছিলেন। বর্তমান সময়ে কিছু সংখ্যক মতবাদী বিষয়টিকে গুরুত্ব না মানতে চাইলেও আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ ও গ্রহনীয়। তাই মওলা আলী (ক.)’র সম্মান ও মর্যাদা এবং ভালবাসা আমাদের জন্য অপরিহার্য্য। হুজুর গাউসুল আযম মাইজভান্ডারী (ক.) ও আওলাদে রাসূল হিসেবে বাংলার জমীনে প্রবর্তিত তরীক্বা তরিকায়ে মাইজভাণ্ডারীর মাধ্যমে সুন্নিয়ত প্রচারে যে অবদান রেখেছেন তা আজ সকলের কাছে অনুসরণীয় ও অনুকরণীয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন কেন্দ্র আজ মাইজভান্ডার দরবার শরীফ। সুতরাং পাক পঞ্জাতনসহ আহলে বাইতে রাসুল (দ.) গণকে ভালবাসা উম্মতে মোহাম্মদীর জন্য ফরজ। ইসলাম তথা উম্মতে মোহাম্মদীকে কিয়ামত পর্যন্ত মুক্তি দিতে কারবালার মত ঘটনা শাহাদাত বরণ করেছেন নবী পরিবারের ৭২জন সদস্য। এতএব “ইসলাম জিন্দা তো হ্যায় হার কারবালাকে বাদ”। উদযাপন পর্ষদ সদস্য সৈয়দ আবু আহমদ এ উপস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের চেয়ারম্যান মো. আলী, শেখ মোকসেদুর রহমান দুলাল, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, আল্লামা শায়েস্তা খান আযহারী, হাবীবুল হোসাইন, মোহাম্মদ ওমর ফারুখ, মোহাম্মদ আকতার, এম মাকসুদুর রহমান হাসনু, আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, জাবেদ হোসেন, মোহাম্মদ ফোরকান, শওকত হোসাইন রুবেল, ডা. বরুণ কুমার আচার্য, কামরুল হাসান টিপু, আবু সাহাদাত মো. সায়েম সুমন, খুরশিদ আলম, আলম, ইমন, জুয়েল, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গণি প্রমূখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাইজভাণ্ডারী আশেক ভক্তগণ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত