নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:-বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আজ ৮ই মহররম, ৪ই জুলাই শুক্রবার বাদে মাগরিব থেকে শুরু হয়েছে।
মাহফিলে প্রত্যহ ছদারত ও মুনাজাত পরিচালনা করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। অদ্যকার মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এগ্রো এর কর্ণধার জনাব সৈয়দুল হক খান। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন বিশিষ্ট আলেম-এ দ্বীন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম কাদেরী ও চরণদ্বীপ দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ রবিউল আলম। এতে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের নেতৃবৃন্দসহ দরবারের ভক্ত মুরিদানগন উপস্থিত ছিলেন। আগামী ১০ই মহররম, ৬ই জুলাই রবিবার মাহফিলের সমাপনী দিবস অনুষ্ঠিত হবে।