1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শোহাদায়ে কারবালা স্বরণে আলোচনা ও মিলাদ মাহফিল ২০২৫ চরণদ্বীপ দরবারে শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২০২৫ইং এর ৪র্থ দিবস অনুষ্ঠিত রাউজানে সাংগঠনিক সংলাপ ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা, পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৫ সম্পন্ন কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউপির ৯ নং ওয়ার্ডের বাবুল নগর-ছনবাড়ী রাস্তায় ব্যপক জলাবদ্ধতা জনভোগান্তি চরমে! ইয়াওমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল ৭ জুলাই চরণদ্বীপ দরবার শরীফে তিনদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আরম্ভ ৪ জুলাই বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা শান্তিপূর্ণ সমাজ গঠনে আহলে বায়তে রাসুল (দ.) এর শিক্ষাই হল যথাপযুক্ত ফর্মুলা

কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউপির ৯ নং ওয়ার্ডের বাবুল নগর-ছনবাড়ী রাস্তায় ব্যপক জলাবদ্ধতা জনভোগান্তি চরমে!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা ‘র ৯ নং ওয়ার্ডের বাবুল নগর-ছনবাড়ী রাস্তার বেহাল দশা ব্যপক জলাবদ্ধতা জন সাধারণের ভোগান্তি চরমে!

খোঁজ নিয়ে জানা যায় যে, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, এর বাবুল নগর থেকে ছনবাড়ীর রাস্তা’র যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় রাস্তাটি মাটির হওয়ায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চালক, যাত্রী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের এই রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। জনগণকে এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রাস্তায় ইট বিছিয়ে ও রাবিশ দিয়ে সংস্কার করার চেষ্টা চলমান আছে।

এ ব্যপারে পথচারী সমাদ বলেন, বিগত ১০ বছর যাবত এই রাস্তার কোন কাজ হয়নি। আমরা স্থানীয়ভাবে অনেকবার মেম্বার ও চেয়ারম্যানের দারস্থ হয়েছি, কিন্তু কোন বরাদ্দ দেওয়া হয়নি।
তিনি আরো বলেন কিছুদিন যাবৎ স্কুলের ছেলেমেয়েরা বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হতে পারে না এবং যারা বৃদ্ধ অসুস্থ তাদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সীমান্তের গ্রামীন এই রাস্তাটি। তবে আমাদের এলাকার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে রাস্তাটি সংস্কার করেছে। তবে আমরা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমাদের এলাকার অবহেলিত রাস্তাগুলি যেন স্থায়ীভাবে সংস্কার করা হয়।

শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃআজির উদ্দিন তালুকদার বলেন, আমাদের সংগঠনের সকল সদস্যদের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো বর্ষা মৌসুমে চলার একেবারেই অনুপযোগী হয়েযায়। আমরা ইটভাটা থেকে ইটের রাবিশ ও ভাঙা ইট এনে মাটির উপরে প্রায় ২ ইঞ্চি পরিমাণ ছিটিয়ে দিচ্ছি এর ফলে বর্তমান সময়ে সকলেই স্বাচ্ছন্দ্যে বৃষ্টির মধ্যে যাতায়াত করতে পারছেন। তবে এর সাথে উপজেলা নিবাহী কর্মকর্তার সহযোগিতা পেলে রাস্তা সংস্কার কাজের পাশাপাশি আরো দ্রুতগতিতে স্থায়ীভাবে কাজটি করা যেত।

রাস্তার সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। তারা হলেন আইয়ুব আলী,আনাই মিয়া,সানুর আলী সাবেক মেম্বার, হাজীআঃরশিদ, হুশিয়ার আলী,বশর মিয়া,রতন মিয়া,হাজী আজির মেম্বার (সাবেক),বাবুল আহমদ, ঈসমাইল,সেবুল মিয়া,ইয়াসিন, আনফর আলী, রতন মিয়া, জাহের মির্দা,ঈসমাইল হোসেন, আঃনুর,ইব্রাহিম, আলী হোসেন,হেকিম,মানিক মিয়া,সোনা মিয়া,ফারুক মিয়া,জৈনুদ্দিন, সাদ্দাম, এলাইচ মিয়া,সাইফুল আলম,ইয়াকুব মিয়া,সমাদ আলী,কালা মিয়া,লিলু মিয়া,হান্নান মিয়া,ফিরুজ মিয়া,আলাউদ্দিন,সমুজ আলী,ঈসমাইল,সুরাব আলী,আফসার তালুকদার, জামাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট