চট্টগ্রাম প্রতিবেদক:: ০৪/০৭/২০২৫ইং শুক্রবার বাদ আছর থেকে ঐতিহ্যবাহী গাউসিয়া হক ভাণ্ডারীর খানকাহ শরীফ (হামজার বাগ বিবিরহাট) সংলগ্ন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক ভাবে এইবারো শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা স্মরনে ৪র্থ দিনের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি-এ ওয়াই এম ডি জাফর-সচিব, এস জেড এইচ এম ট্রাস্ট,অনুষ্ঠানে প্রধান আলোচক-মাওলান নিজাম উদ্দিন চিশতি। সুপার-আসাদিয়া নুরিয়া সিহাবিয়া দাখিল মাদরাসা, আহলা দরবার শরীফ, বোয়ালখালী।
বিশেষ আলোচক-মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী। আরবী প্রভাষক-মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফটিকছড়ি, চট্টগ্রাম।সভায় সভাপতিত্ব করেন- জনাব সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালী জেলা।
উপস্থাপনায় মাওলানা সৈয়দ আবু আহমদ- সদস্য শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ-২০২৫।বক্তরা বলেন-আহলে বাইয়াতের প্রতি ভালবাসা ও ইমাম হোসাইন (রহঃ)'র শাহাদাতই হল হক ও বাতিলে পার্থক্য তথা মুমিনের পরিচয়।উপস্থিত ছিলেন-মোহাম্মদ আলী-চেয়ারম্যান শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ, শেখ মোকসেদুর রহমান দুলাল উপদেষ্টা কারবালা উদযাপন পরিষদ। এম মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, মোহাম্মদ সেলিম কো-চেয়ারম্যান বৃন্দ। মাওলানা হাবীবুল হোসাইন-সচিব-কারবালা উদযাপন পরিষদ, জনাব আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্যাহ-সদস্য কেন্দ্রিয় পর্ষদ, মোহাম্মদ ওমর ফারুখ, মুহাম্মাদ শওকত হোসাইন রুবেল, মোঃ খুরশিদ আলম, মাওলানা হারুন রশিদ, ডাঃ বরুন কুমার আচার্য, আৰু সাহাদাত মো. সায়েম সুমন, আলম, ইমন, জুয়েল, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গনি, প্রমুখ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও মাইজভাণ্ডারী আশেক ভক্তগন উপস্থিত ছিলেন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত