হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঢাকা (৫ জুলাই) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি রিয়াদুল ইসলাম জামাল ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোঃজামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্য, সক্রিয় ও নীতিনিষ্ঠ সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে স্থান পাওয়া সদস্যরা সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও সংগঠন শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
BiRC সভাপতি রিয়াদুল ইসলাম জামাল বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং সংগঠনের একতা রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাধারণ সম্পাদক সাহবুদ্দিন মোঃ জামাল বলেন,এই কমিটিতে ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। সামনে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোও হয়েছে।