মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম:-গত ৪ জুলাই ২০২৫ বহুল প্রত্যাশিত ও আকাঙ্খিত বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ১নং বাগান বাজার ইউনিয়ন সংসদ গঠন কল্পে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন রামগড় চা বাগান হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রী জগাই চন্দ্র দে। বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী। উদ্ভোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী অর্পণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহসভাপতি শ্রী রূপক দে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সহসভাপতি শ্রী ডা. মানিক কুমার নাথ, নির্বাহী সদস্য শ্রী রপম ভৌমিক আকাশ, নির্বাহী সদস্য শ্রী সজল চক্রবর্তী, নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, সাংগঠনিক সম্পাদক শ্রী আদিত্য দাশ সৈকত, আইন বিষয়ক সম্পাদক শ্রী রিপন শীল, গীতা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী বাসব দেব, দপ্তর সম্পাদক শ্রী মিন্টু নম:, সহ-অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে, হিসাব ও নীরিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী আকাশ চৌধুরী নান্টু, প্রকাশনা সম্পাদক শ্রী ঋত্বিক দাশ ডালিম, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সহ-দপ্তর সম্পাদক শ্রী অমর চন্দ্র দে, বাগীশিক দাঁতমারা ইউনিয়ন সংসদ এর সভাপতি মাষ্টার শ্রী বাবুল দেব, নারায়নহাট ইউনিয়ন সংসদ এর সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী সনঞ্জিত দে, পাইন্দং ইউনিয়ন সংসদ এর সিনিয়র সহসভাপতি শ্রী কৃষ্ণ আচার্য, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী খোকন ওরাং, রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়, রামগড় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীপ রাজবংশী। সভায় বাগান বাজার ইউনিয়ন সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনে শ্রী তাপস নাগ কে সভাপতি, শ্রী রবিন চন্দ্র দে কে সাধরণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত