মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:- মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ ঘোষিত সারাদেশে সকল শাখা কমিটির সাথে কেন্দ্রিয় পর্ষদের সাংগঠনিক সংলাপের কর্মসূচির আওতায় ৫ জুলাই'২৫ বোয়ালখালী জে, কে কনভেনশন হল-এ বোয়ালখালী উপজেলা শাখা কমিটি সাথে সাংগঠনিক সংলাপ কেন্দ্রিয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রথম অধিবেশন জাতীয় পতাকা ও হক মঞ্জিলের পতাকা এবং কবুতর উড়িয়ে উদ্বোধন করেন সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। মানুষকে প্রকৃতির প্রতি সদয় হতে এবং পৃথিবীর ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বোয়ালখালী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনও করেন। এরপর শুরু হয় আলোচনা সভা। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সমন্বয়কারী আরেফিন রিয়াদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পরিবেশন করেন সমন্বয়কারী মাওলানা নুরুল আবসার মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মাদ নিহাল।
সমন্বয়কারী আলহাজ্ব নুরুল ইসলাম অডিটর এর শুভেচ্ছা বক্তব্য প্রদানের পর উপস্থিত শাখা কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সাংগঠনিক সংলাপের সভাপতি ও কেন্দ্রিয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম। সম্মাননা প্রদান, দরুদ সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম অধিবেশন।
দ্বিতীয় অধিবেশনে সকল শাখা কমিটির সাথে কেন্দ্রিয় প্রতিনিধি টিমের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা তাদের বার্ষিক কর্ম পরিকল্পনা ও আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন। এসময় কেন্দ্রিয় পর্ষদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব শেখ মুজিবুর রহমান বাবুল,প্রফেসর আবু তাহের, মোহাম্মদ আলমগীর, আবুল কালাম,আশরাফুজ্জান আশরাফ, আশরাফ উদ্দিন সিদ্দিকী, আবুল কালাম, আবদুল আজিজ,নাসির উদ্দিন, মহিব উল্লাহ।
এসময় সমন্বয়কারী হিসেবে আরো উপস্থিত ছিলেন জানে আলম জাহাঙ্গীর, মোস্তাফা কামাল, রেজাউল করিম রুবেল, জামাল উদ্দিন,আলী আকবর,ফরিদ আহমদ, নুরুল ইসলাম, ফারুক আযম, মিজানুর রহমান।সাংগঠনিক সংলাপ দোয়া এবং তাবরুক বিরতণের মাধ্যমে শেষ হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত