মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:- ০৪/০৭/২০২৫ ইং শাখা কমিটিসমূহের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৫” পটিয়া উপজেলার আওতাধীন শাখা কমিটি সমূহের উপস্থিতিতে পটিয়া সদরস্থ পটিয়া কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। সাংগঠনিক সমন্বয়কারী জনাব মোঃ মফিজ উদ্দিন,আলী আকবর সিকদার এবং সৈয়দ বাহারুল আলম মাস্টার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী নাফিস, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন আকিব চৌধুরী এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোঃ হেলাল কাওয়াল। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সমন্বয়কারী জনাব মোঃ জাফরুল ইসলাম।মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী সমাপনী বক্তব্যে বলেন, নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী প্রতিষ্ঠিত “ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া” দেড় শতাধিক বছর আগে হতে এই জনপদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ত্বরীকার খাদেম গণের মাধ্যমে প্রতিনিয়ত কাজ করে চলেছে যা বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-‘র পবিত্র নামে প্রতিষ্ঠিত এবং রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)-‘র নির্দেশনায় পরিচালিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর আট শতাধিক শাখা কমিটির মাধ্যমে প্রবাহমান রয়েছে। তিনি “ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া”-র বৈষম্যহীন সমাজ বিনির্মাণের এই শতাব্দী প্রাচীন আহ্বানকে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্যে শাখা কমিটির সকল নেতৃত্বকে জরুরী নির্দেশনা দেন ও জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ততার মাধ্যমে এই আহ্বানকে সমাজ বিনির্মাণের সহায়ক ভূমিকায় অবতীর্ণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর কল্যাণে মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সদস্য বৃন্দ।দ্বিতীয় অধিবেশনে প্রতিটি শাখা কমিটির প্রতিনিধি বৃন্দের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর নেতৃবৃন্দ সরাসরি আলাদা আলাদা সাক্ষাৎকার এর মাধ্যমে শাখা কমিটির কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন। দেশে ও দেশের বাইরের শাখা কমিটির সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত এই সাংগঠনিক সংলাপ ২০২৫ কর্মসূচি আগামী তিন মাসব্যাপী পরিচালিত হবে।