মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-গত ৩ জুলাই নগরীর ১৬নং শাহ আমানত লেইনস্থ আশেকানে গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মির্জাপুরী খানকাহ শরীফের উদ্যোগে পবিত্র শোহদায়ে কারবালার মাহফিল মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাত হোসেন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিটু চৌধুরী, ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কঞ্চন, গ জোনের সমন্বয়ক মো. ফারুক, মো. আমিন, মো. ফোরকান, মো. নজরুল ইসলাম, মো. মুছা কোম্পানী, সাবেক সভাপতি সৈয়দ ওমর ফারুক, ছৈয়দ আবু ছালেক কাওয়াল, মো. আজম, মো. খলিল, বর্তমান সভাপতি আবুল বশর, মো. জাহিদুল ইসলাম, জাবেদ মো. মনছুর, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, বাহার বিটু, মো. জসিম উদ্দিন, মো. আকরাম, মো. আবদুল আওয়াল রাসেল, শ্রী সুমন দাশ, মো. বাবর, মো. আনোয়ার সওদাগর, মো. আহম্মদ উল্লাহ মিটু, মো. ইছহাক, মো. রবিন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত