হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: আগামী ত্রয়োদশ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নান্দাইলের প্রতিটি ইউনিয়ন ও বাজারে যাওয়ার সুযোগ হয়েছে। প্রায় ৯০ হাজার মানুষের সাথে সরাসরি যোগাযোগ করেছেন বাংলাদেশ জামায়াত সমর্থিত এমপি প্রার্থী ও বিডিপির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান।অনেক নতুন অভিজ্ঞতাও হয়েছে বলে জানান তিনি। আজ (৮ জুলাই) রোজ মঙ্গলবার তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানায়, এলাকার মানুষগুলি অতীব সরল। মুসলিম হিসেবে আল্লাহভীরু। হিন্দু সম্প্রদায়ের লোক গুলোর ব্যবহার মায়াভরা। মুসলিম ভাবধারার প্রার্থী হওয়ায় হিন্দু-মুসলিম সকলের হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিনন্দনে আমাকে এলাকার মানুষ গুলোর হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলেছে। তাদের প্রতি কৃতজ্ঞতার বন্ধন আমাকে নিরবচ্ছিন্ন দায়িত্বে কথা স্মরণ করিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, গত ৫৪ বছর এলাকার মানুষকে রাজনীতির নামে অধিকার হরণ, অবহেলা ও বিভিন্নভাবে নিগৃহের শিকার হতে হয়েছে। ৭৫ পার্সেন্ট রাস্তা চলাচলের অনুপযোগী। স্বাস্থ্য ক্লিনিক গুলোর দুর্নীতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী প্রজন্মের কারিগর না বানিয়ে অনিয়ম, দুর্নীতি ও অবহেলার শিকারে পরিণত করেছে। সরকারি অনুদান সাহায্য লুটপাটের হোলি খেলা। রাজনীতি হল বেকারত্ব, চাঁদাবাজ, লুটেরা ও মাদকাসক্ত বানানোর প্রতিষ্ঠান। এক কথায় মানুষের সকল অধিকার হরণ করে কতিপয় জনপ্রতিনিধি নান্দাইল কে একটা ফানুস হিসেবে তৈরি করেছে।
এছাড়াও তিনি বলেন, আল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটে এমপি হিসেবে কবুল করলে সরজমিনে যা দেখেছি তা অবশ্যই উত্তরণে সর্বোচ্চ ত্যাগ করব ইনশাআল্লাহ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত