1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণ ৩ লাখ টাকা আত্মসাৎ বিষ প্রয়োগে হত্যার অভিযোগ মাইজভাণ্ডার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিলে ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী“কারবালার চেতনায় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান” জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারত থেকে ৪ নারী ৩ পুরুষসহ ৭জনকে পুশইন করেছে বিএসএফ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী ফেঞ্চুগঞ্জে সড়কের নিচে জ্বলছে আগুন, দায়িত্বজ্ঞানহীন কান্ড কর্তৃপক্ষের সংবাদপত্র রাষ্ট্রের কাছে কতটুকু গ্রহণ যোগ্যতা সারাদেশে পাথর কোয়ারি চলবে, আর সিলেটে চলবে না, এটা মেনে নেওয়া যাবে না…বিভাগীয় কমিশনার বিয়ানীবাজারে নিখোঁজের তিন মাস পর তরুণী উদ্ধার কিশোরী বলেন ফিরতে চাই না কিশোরীর ভুলের মাসুল কুলাউড়া রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’, যুবক গ্রেপ্তার ইটখলার মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আভিযোগ- চুক্তি পত্র করে কাজ না দিতে পাড়ায় হতাশায় ইট খলার সদ্দার শফিক

ইটখলার মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আভিযোগ- চুক্তি পত্র করে কাজ না দিতে পাড়ায় হতাশায় ইট খলার সদ্দার শফিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের পালাহার মুশুল্লীর এম.আর.বি বিকস মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আভিযোগ ও ইট ভাটায় চুক্তি পত্র করে কাজ না দিতে পাড়ায় হতাশায় ইট খলার সদ্দার শফিক। (৮ জুলাই) ইট খলার সদ্দার শফিক সাংবাদিকদের মাধ্যমে এ তথ্য বলেন, আমাকে ২০২৪-২০২৫ মৌসমে এম.আর.বি বিকস- মিলের ইটভাটায় চুক্তি পত্র করে সাড়ে ৫ মাসের মধ্যে ২৪ লক্ষ ইট তৈরি করার। কিন্তু আমি ও আমার লেবার ২ মাস কাজ করতে পারি। ২ মাস কাজ করার পর আর কাজ দিতে পারে না। মিলে মাটি ও পানি দিতে পারে না। যার ফলে মিল চালানো এক পর্যায় বন্ধ করে দেয় মালিক।

সদ্দার শফিক বলেন, আমাকে নগদ ত্রিশ হাজার টাকা দিয়া এই চুক্তিপত্র করেন। আমি আমার জমি বিক্রি করে ইটখলার লেবার ৩০জন কে সাড়ে ৫ মাসের জন্য মোট ১৫০০০০০/- টাকা দেই। প্রতি লেবার ৪০০০০/-, ৫৫০০০/-, ৬০০০০/- করে ৩০ জন লেবার নেই। সাড়ে ৫ মাসের রান্না করার জন্য এক মহিলা নেই ১৯৫০০০/- দিয়া। কিন্তু ইটখলার মিল বন্ধ করায় আমাকে নিঃস্ব করে ফেলেছ।

ইটখলার মালিক মোস্তফা কামাল ও তার ছেলে জিয়া রহমান ২মাস মিল চলার পর আর কাজ দিতে পারে নাই।

সদ্দার শফিক বলেন,এমন মুহুর্তে আমি সহ খলার ৩০জন লেবার দিশেহারা ও নিঃস্ব হয়ে গেছি। সামাজিক ভাবে তা মীমাংসা করার কথায় খলার মালিক মোস্তফা কামাল ও তার ছেলে কোন মীমাংসায় আসে না।

সদ্দার শফিক বলেন, ভিডিওর মাধ্যমে আমি আমার সকল তথ্য ও প্রমানাদি সাংবাদিকদের মাঝে দিলাম। আমার কাছে সব প্রমান আছে। আমি ন্যায্য ও সঠিক বিচার চাই।

এছাড়াও সদ্দার শফিক বলেন,আমি এই সত্যর সঠিক বিচার চাই। আমি আমার ক্ষতি পুরন চাই। আমি আমার চুক্তিপত্রের মাধ্যমে আমার পাওনা টাকা পিরে পেতে চাই। আমি সব নষ্ট করে লেবারের টাকা দিয়েছি। এক পর্যায়ের তিনি এই কথাও বলেন যে আমার এখন মরা ছাড়া কোন উপায় নাই। আমি সঠিক বিছার চাই,আমি ন্যায় বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট