মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-প্রতি বছরের ন্যায় ইয়াওমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসুল (দ.) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল বিগত ১১ মহরম, ৭ জুলাই, সোমবার, বাদ আসর মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানেমোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন হজরত ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর সভাপতিত্বে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত মাহফিলে বক্তব্য রাখেন- গহিরা এফ কে জামেউল উলুম আলীয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস প্রবীন আলেমে দ্বীন মুফতী ইব্রাহীম ক্বাদেরী, আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী কাজী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন, দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান ও ফয়জিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা গিয়াস উদ্দীন তাহেরী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান কাজী মুহাম্মদ শফিউল আজম আল ক্বাদেরী, উষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন শায়েখ মীর মঈনুদ্দীন নূরী কুরাইশী, বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতী সাইয়েদ সাইফুল ইসলাম বারী,ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুফতী মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী, মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী দরবারের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী ও মাহফিলকে সার্বিকভাবে সফল করার জন্য সভাপতি মহোদয়ের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য প্রদান করেন নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের মান্যবর সভাপতি ও সাজ্জাদানশীনে দরবার হজরত ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) আহলে বাইতে রাসুলের (দ.) প্রকৃত আদর্শ আর কারবালার পরিশুদ্ধ চেতনায় উজ্জীবিত হয়ে শতধাবিভক্ত মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের উপর ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত