স্টাফ রিপোর্টার: বাংলার কাস্মীরখ্যাত,পর্যটন এলাকা ভোলাগঞ্জ সাদাপাথরে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে “প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ ও পরিবেশবান্ধব পর্যটন সচেতনতামূলক প্রচারাভিযান” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম। এর আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব,সহযোগিতা করে সুপ্রিম এশিয়া প্রজেক্ট-ইসলামিক রিলিফ বাংলাদেশ,পরিবেশ অধিদপ্তর সিলেট পার্থ ফাইন্ডার,শেভরন বাংলাদেশ, সুইসকন্ট্রাক্ট,সুরমা রিভার ওয়াটারকিপার ও মিশন গ্রীন, বাংলাদেশ, ইয়ুথনেট এবং পার্থফাইন্ডার ইন্টারন্যাশনাল প্রচার অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম,তিনি ভোলাগঞ্জে একটি স্থায়ী প্লাস্টিক ডাম্পিং ও রিসাইক্লিং জোনের প্রাথমিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,শুধু সাদাপাথর নয়, সমগ্র দেশকেই করতে হবে প্লাস্টিক দূষণমুক্ত। দেশের সকল শিক্ষার্থী যদি এই আন্দোলনে সম্পৃক্ত হয়, তাহলে প্রকৃত পরিবর্তন সম্ভব। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিউল আহসান তালুকদার,পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর,সিকৃবি ড. মেহেদী হাসান খান,ডিন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, সিকৃবি; প্রফেসর মো.ওমর শরীফ, চেয়ারম্যান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সিকৃবি; বনানী দাস, বিভাগীয় সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর সিলেট, আসিক এস জামান,পরিচালক,শেভরন বাংলাদেশ।
ড.কাজী মোহাম্মদ আলী জিন্নাহ,সহযোগী অধ্যাপক,সিকৃবি,শেখ রাসেল আহমেদ, সহকারী অধ্যাপক,সিকৃবি,খন্দকার তুষারুজ্জামান,ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার,শেভরন বাংলাদেশ, মো:ওহিদুল ইসলাম,ইসলামিক রিলিফ, বাংলাদেশ,আবদুল কাদের, সিনিয়র অফিসার, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন,স্মাইল প্রকল্প, সুইসকন্টাক্ট বাংলাদেশের উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন। তারা স্থানীয় পর্যটন এলাকায় প্লাস্টিক বর্জ্য পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন, লিফলেট বিতরণ করেন, পরিবেশবান্ধব পর্যটন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেন, এবং প্লাস্টিকের বোতলের পরিবর্তে গাছ বিতরণের উদ্যোগ নেন। পাশাপাশি তারা বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করেন। এই সচেতনতামূলক প্রচার অভিযান শুধুমাত্র একটি কার্যক্রম নয়, বরং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই পরিবেশ রক্ষার একটি শক্তিশালী বার্তা। এর মাধ্যমে ভোলাগঞ্জ সহ দেশের অন্যান্য পর্যটন এলাকায় পরিবেশবান্ধব আচরণ, ও সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত