মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম:-বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ১১ জুলাই শুক্রবার হাটহাজারী উপজেলাধীন মির্জাপুরে শ্রীমৎ বজ্রেন্দ্র সাধুর আশ্রমে বাগীশিক উত্তর জেলা সংসদ ও ধলই সংসদের সার্বিক সহযোগিতায় সংগঠনের প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে ছিলেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। এতে উপস্থিত ছিলেন আরসি হেডকোয়ার্টার এক্টিভিটিজ রিজওনাল চেয়ারম্যান লায়ন জানে আলম, এক্টিভিটিজ রিজওনাল চেয়ারম্যান লায়ন ফোরকানুল আমিন, সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার সিকদার, অ্যাডভোকেট লায়ন সেলিম, অ্যাডভোকেট লায়ন এয়াকুব, অ্যাডভোকেট লায়ন কাশেম, লায়ন নারায়ণ আচার্য্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন অর্চনা রানী আচার্য্য, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন ইসমাইল হোসেন, লায়ন বিপুল সরকার, লায়ন কার্তিক আচার্য্য, লায়ন পুষণ পাল, লায়ন সয়ন আচার্য্য, লায়ন দীপ আচার্য্য, লায়ন তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, লায়ন মারুফা আকতার, লায়ন স্বপন সাহা, লায়ন আশিষ দে, লায়ন মাষ্টার রতন কান্তি চৌধুরী, লায়ন এডভোকেট রুপনা রানী আচার্য্য, অমৃত লাল দে, শ্রী চন্দন নাথ, শ্রী শ্যামসুন্দর বৈষ্ণব, শ্রী রূপন দাশ, শ্রী উজ্জ্বল ভৌমিক, শ্রী তপন পাল, শ্রী বিধান বণিক, নয়ন দে, ডা. উজ্জ্বল চৌধুরী, বিমল কুমার মজুমদার, শ্রী স্মরণ নাথ অর্ক প্রমূখ। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত প্রায় ২৫০ রোগীকে ফ্রি রক্ত গ্রুপিং, ডায়বেটিকস টেষ্ট হয়, ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন কমিটি নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোছলেম উদ্দিন আহমেদ অপু প্রদত্ত একতাই শক্তি এই কলকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির আগামী সেবাবর্ষ সুন্দরভাবে পরিচালনা করার ব্যাপারে একমত পোষণ করেন।