মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-১৬ই জুলাই২০২৫ ইংরেজি বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসকল্পে উৎপাদনকারী বেসরকারী/ব্যক্তি মালিকানাধীন নার্সারীতে ক্ষতিপূরণের মাধ্যমে,জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর আকাশমুনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়, নার্সারীর মালিকদের ক্ষতিপূরণের নগদ অর্থ তুলে দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, এই সময় এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক সহ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী মালিকানাধীন নার্সারীর মালিক বৃন্দ প্রমুখ।