1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

সুনামগঞ্জ ১ আসনে বিএনপি – জামায়াত প্রার্থীদের প্রচারণায় সরগরম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো সুনামগঞ্জ-১ আসনেও রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে মাঠে সরব হয়ে উঠেছেন। বিভিন্ন কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান, এবং ফেসবুকসহ ডিজিটাল মাধ্যমে তৎপরতা বাড়িয়েছেন তারা। নির্বাচনী প্রচারণায় ব্যাপক ব্যানার-ফেস্টুন ও কর্মী সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা জোরদার হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতে করে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রচারণা আরও জোরদার হয়েছে।

সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে মনোনয়ন প্রত্যাশীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ ফেসবুকে ভিডিও বার্তা দিচ্ছেন, কেউ গ্রামে, পাড়া মহল্লা, বাজারে গণসংযোগ চালাচ্ছেন, আবার কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করছেন।

সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বড় আসন সুনামগঞ্জ-১। চারটি উপজেলা নিয়ে বিস্তৃত এই আসন। আয়তন ও ভোটের দিক থেকেও বিশাল। এখানে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৭০১ জন, পুরুষ ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

বৃহৎ এ আসনে ধানের শীষ প্রতীক পেতে বিএনপির সাত জনেরও বেশি মনোনয়ন প্রত্যাশী মাঠে আছেন। যদিও দলীয়ভাবে প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। এদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তরুণ ও ব্যাপক জনপ্রিয় নেতা কামরুজ্জামান কামরুল। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের আরেক সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল মোতালেব খান। কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত অফিসার এই আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য  নজির হোসেনের স্ত্রী সালমা নজির। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা মাহবুবুর রহমান। যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। জামালগঞ্জ উপজেলা সাবেক ছাত্রদল নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সোহেল আহমেদ।

এছাড়া জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান তার নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী মাঠে প্রচারণায় বিএনপি প্রার্থীদের মধ্যে বিএনপি নেতা আনিসুল হক বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে জেলা সদরে ও সুনামগঞ্জ- ১ নির্বাচনী এলাকার চার উপজেলায় সর্বাত্মক ভূমিকা পালন করেছি। তিনি বিশ্বাস করেন, তার কাজের ম্ল্যূায়ন হিসেবে দল তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবেন।

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি। বিগত দিনে দলের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছি, আশা করি দল তা যথা যথভাবে মূল্যায়ন করবে।”কামরুলের রাজনৈতিক প্রভাব নির্বাচনী আসনের প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে দৃশ্যমান। তাঁর রয়েছে বিপুল সংখ্যক সক্রিয় অনুসারী ও সমর্থক। ফলে তাঁর নেতৃত্বে আয়োজিত বিভিন্ন সভা-সমাবেশে দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সম্প্রতি ধর্মপাশা উপজেলায়  কামরুলের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। উক্ত সমাবেশে কামরুজ্জামান কামরুলের নজিরবিহীন জনসমাগম রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।

দলীয় মনোনয়নের প্রত্যাশায় নিজ উপজেলা ও আশপাশের এলাকায় সক্রিয় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আব্দুল মোতালিব খান।

তবে একই আসনে মনোনয়ন প্রত্যাশী আরও একজন, যিনি হলেন মোতালিব খানের আপন ভাগ্নে ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনিও মনোনয়ন পাওয়ার আশায় সম্প্রতি ধর্মপাশায় ও মধ্যনগরে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি বলেন, গত “১৫ বছর আওয়ামী দমন-পীড়ন মোকাবিলা করে মাঠে ছিলাম। এবার তরুণদের মূল্যায়ন করা হবে।” এ আশায় তিনি মনোনয়ন প্রত্যাশী।

সাবেক এমপি নজির হোসেনের পত্নী সালমা নজিরও নির্বাচনী এলাকায় জনসংযোগ করে যাচ্ছেন। তিনি স্বামীর পরিচয় ও জনপ্রিয়তাকে মাঠে ও কেন্দ্রে কাজে লাগাতে চাচ্ছেন । সালমা নজির বলেন, “দল ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্য প্রার্থীকে গুরুত্ব দেবে-এই বিশ্বাসেই আমি মাঠে নেমেছি।”

ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা। সম্প্রতি নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে দেখা সাক্ষাত করছেন। তিনিও দলীয় মনোনয়ন প্রত্যাশী।

সোহেল আহমেদ বলেন, আমি মনে করি আমার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের মূল্যায়ন করবে। সে হিসেবে আমি দলীয় মনোনয়ন চাইবো।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সুনামগঞ্জেলা আমীর উপাধ্যক্ষো মাওলানা তোফায়েল আহমদ খান। তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা তোফায়েল খান জানান, “ভোটকেন্দ্র ও গ্রাম কমিটির কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।” তিনি মসজিদ-মাদ্রাসা ও গ্রামাঞ্চলে ধারাবাহিকভাবে গণসংযোগ করে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চাইছেন।

“সূত্র মতে, বর্তমানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল তাদের নিজস্ব দলীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট