1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে খাসিয়ামারা বালু মহাল পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক এলাকার ক্ষতি হয় এমন জায়গায় বালু উত্তোলন নিষেধাজ্ঞা সিলেট ল’কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সিলেটের উৎমাছড়া এলাকায় বালু,পাথর ও চিনি চোরাচালান এর সেনাপতি যুবদল এর সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ কোম্পানীগঞ্জে বিজিবির অভিযানে স্টিল বডি নৌকা আটক সিলেট সিটি কর্পোরেশন যেন টাকার খনি- শত কোটি টাকার মালিক আব্দুল বাছিতগং সিন্ডিকেট ১ লক্ষ টাকা না দেওয়ায় ২ মাস ১৩ দিন পর আদালতে পশু নির্যাতনের মামলা কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কোম্পানীগঞ্জে আব্দুল আলীমের অপকর্মে অতিষ্ঠ জনসাধারণ,বালি- পাথর লোটপাটে জড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ গোয়াইনঘাট থানার ওসির টাকার মেশিন কয়েকজন বিট অফিসার! উৎসবের সহযোগিতায় বালি লুটপাটে কোটিপতি আব্বাস

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভসংঘের এই আয়োজন নানা পেশাজীবী মানুষের মধ্যে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. শাহীন আলম। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, অর্থ সহ-সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক রুবি আক্তার, স্বাস্থ্য ও মানবসেবা সম্পাদক মৌসুমী তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য অসীম তালুকদার ও জাকারিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। এই সংকট মোকাবেলায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান তারা।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ শাখার সভাপতি মো. শাহীন আলম বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই চারা বিতরণ কর্মসূচি।”

তিনি আরো বলেন, “বৃক্ষ হলো মানবজীবনের অপরিহার্য উপাদান অক্সিজেনের প্রধান উৎস। কিন্তু বর্তমানে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা আমাদের জীববৈচিত্র্য ও মানবজীবনের জন্য চরম হুমকিস্বরূপ। তাই পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের সঠিকভাবে যত্ন নেওয়া নিশ্চিত করতে হবে।”

উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, “শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করছে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ বলেন,
“পরিবেশকে আরও সুন্দর, সবুজ ও প্রাণবন্ত করতে হলে আমাদের সবাইকে সচেতনভাবে নিজ নিজ বাড়ির আঙিনা, বিদ্যালয় কিংবা পাড়া-মহল্লায় গাছ লাগাতে হবে।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন বলেন, “মানুষের সুস্থ ও নিরাপদ জীবনের জন্য একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট