স্টাফ রিপোর্টার:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর “সুপ্রীম এশিয়া” প্রকল্পের আওতায় দক্ষিণ রনিখাই ও তেলিখাল ইউনিয়নের ১৮৭ জন দরিদ্র ও অসহায় অধিকারভোগীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য প্রতিমাসে ১,০০০ টাকা হারে, মোট ৩,০০০ টাকা করে প্রত্যেক অধিকারভোগীকে সহায়তা প্রদান করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে মোট ৫ লক্ষ ৬১ হাজা্র টাকা বিতরণ করা হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে অতি দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা,তালাক প্রাপ্ত নারী এবং কম আয়ের পরিবার যাদের সদস্য সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই সহায়তা দক্ষিণ রনিখাই ইউনিয়নের পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং উত্তর রনিখাই গ্রামের ৩৬০টি পরিবারের মাঝেও মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রাজিব চক্রবর্তী,তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।এবং সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন এই অনুদান জীবনের প্রয়োজনীয় খাতে যথাযথভাবে ব্যয় করেন।উক্ত অনুষ্ঠানে সুপ্রিম-এশিয়া প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওহিদুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, “এই সহায়তা যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে ব্যয় করা হয়।প্রকল্প অধিকারভোগীদের আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হাই আরিফ। প্রকল্প কর্মকর্তা (ডিআরআর ও সিসিএ) মোঃ গাজী উর রহমান,দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন,“স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া গড়ে তোলা এখন সময়ের দাবি। আরো উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার মোঃ জাকারিয়া আহমেদ, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং কমিউনিটি অর্গানাইজার কুলসুমা বেগম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই নগদ সহায়তা কার্যক্রম দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।