নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ” সিলেট বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন”(এসডিইউজে)।
এক প্রেসবিজ্ঞপ্তিতে সিলেট বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন’ র সদস্য সচীব তালাশ টিভি ডট লাইভ এর সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
তিনি ‘নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরো বলেন সিলেট বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন (এসডিইউজে) এর সকল নেতৃবৃন্দ ও সদস্যরা এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের প্রতি দোয়া ও সমবেদনা জানান। মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল- শাহপরান্ এর পূণ্যভূমি আধ্যাতিক রাজধানী সিলেট থেকে।
এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’