1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

গোয়াইনঘাটে চাঁদাবাজি মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও খুঁজে পাচ্ছেনা পুলিশ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গোয়াইনঘাটের বাংলা বাজারের রিয়াজ তালুকদার ও সমন্বয়ক আজমল হোসেন নামের দুই ব্যাক্তির উপর গোয়াইনঘাট থানায় রয়েছে একাধীক চাঁদাবাজি মামলা। মানুষকে মারধর, হত্যা, গুম ও নির্যাতন করার হুমকি দামকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রিয়াজ তালুকদার পূর্ব জাফলং ইউনিয়নের সাবেক মেম্বার। সুচতুর রিয়াজ মেম্বার খুবই ভয়ানক, খারাপ প্রকৃতির লোক। তাহার দাপট ও ক্ষমতা পুরো উপজেলায় বিস্তৃত। তাকে দেখলে স্থানীয় সাধারণ মানুষ খুব ভয় পায়। এর কারণ হচ্ছে ১০ বছর আগে অভিব্ক্ত ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল কে প্রকাশ্য দিবালোকেও প্রানে হত্যার উদ্দেশ্য রিয়াজ মেম্বারের নেতৃত্বে তাহার সন্ত্রাসী বাহিনী বাউরভাগ এলাকায় রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় এলাকার মানুষের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মাধ্যমে সে প্রানে বেচে যায়।

শুধু তাই নয় বাংলা বাজারের ডা আমিনুল কে চাকু দিয়ে পার দিয়ে ভুড়ি ছিদ্র করে ফেলে রিয়াজ মেম্বার ও তাহার বাহিনী। তাকেও উদ্ধার করে সেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রানে বেচে যায়। এই দুই ঘটনার জন্য দুটি মামাল হয় এবং কিছু দিন জেল খেটে বেড়িয়ে আসেন রিয়াজ মেম্বার।

তারপরও কমেনি রিয়াজ মেম্বার গংদের অপরাধ ! কিছু দিন আগে রিয়াজ মেম্বার তার বাহিনী এবং সমন্বয়ক আজমল হোসেন মিলে গোয়াইনঘাটের বৈধ বালু ইজারা থেকে চাঁদা আদায় করতে ৩ শতাধিক নৌকা ও ভলগেইট আটক করে এরপর গোয়াইনঘাট প্রশাসনের মাধ্যমে কিছু নৌকা ও ভলগেট উদ্ধার করা হয় এবং কয়েজন কে গ্রেফতার করে পুলিশ ও সেনা বাহিনী। এই ঘটনায় ১টি চাঁদাবাজির মামলা হয় একটি মামলার নাম্বার ১৩/১৮৫, তারিখ ০৭/০৭/ ২০২৫ ইং। এই মামলায় ১ নাম্বার আসামী আজমল হোসেন এবং ৩১ নাম্বার আসামী রিয়াজ উদ্দিন তালুকদার ওরফে রিয়াজ মেম্বার। এই মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করা হয়। মামলার ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/ ৩৮৬/ ৩৮৭/৫০৬(২) পেনাল কোড ৩৪।

এর আগে ইজারাদারদের সাথে সমন্নয়ক আজমল হোসেন ও রিয়াজ মেম্বার এর একটি গোপন বৈঠক হয়, সেই বৈঠকে বড় অংকের টাকার প্রস্তাব দেয়, এরপর বৈঠকটি ভন্ডুল হয়।

এছাড়াও এর আগে আরেকটি চাঁদাবাজির মামলা হয়, সেই মামলার ১ নং আসামী রিয়াজ তালুকদার। মামলা নং ১৭/১৬৪ তারিখ ১৯/০৬/২৫ ইংরেজি। মামলার ধারা ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৭৯/৩৪ দন্ড বিধি।

এই ঘটনার পর চাদাঁবাজ আজমল হোসেন ফেসবুক লাইভে এসে, সিলেটর ডিসি, এসপি, কমিশনার, গোয়াইনঘাটের ইউএনও এবং ওসিকে নিয়ে নামধরে অকথ্য ভাষায় গালাগালি করে। কিন্তু তারপরও সমন্নয়ক পরিচয়ধানকারী আজমল হোসেনের বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

প্রশাসন কেন তাদের প্রতি এতো দূর্বল সেই প্রশ্ন জনমনে। কেন চাঁদাবাজদের গ্রেফতার করছে না , নাকি অবৈধ ভাগবাটোয়ারায় তারাও জড়িত জানতে চায় গোয়াইনঘাটবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট