1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

বিয়ানীবাজারে গ্রামীন রাস্তা সংস্কারে আইনজীবী পরিচয়ে বাঁধা প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::বিয়ানীবাজারে একটি গ্রামের রাস্তা নির্মানে বাধা দিয়ে কাজ বন্ধ করে উলটো মামলা দিয়ে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ এনে দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামের সাধারন মানুষের অংশগ্রহনে মানববন্ধন একই এলাকার নজরুল হোসেন সিপার ও সাদেক হোসেন এপলুকে ত্রাস ও মামলাবাজ উল্লেখ করে তারা সরকারের কাছে এর প্রতিকার চান এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের বিচার দাবী করেন।

মানববন্ধনে এলাকার মুরব্বি জোয়াদ আলীর সভাপতিত্বে সাদিকুর রহমানের পরিচালনায় মানবন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস।

বক্তব্য রাখেন এবাদুর রহমান খান, মাসুক আহমদ খান, সুলেমান আহমদ খান, সাইফুর রহমান, মনির আলী, একলাছুর রহমান, নিতাই দাস, আতাউর রহমান, মাসুম ঊদ্দিন, জয়নাল আবদীন, শ্রীকান্ত নমশূত্র, নির্মল নমঃশূদ্র, বিধু বিশ্বাস, লিটন বিশ্বাস, সুমন বিশ্বাস, সজল বিশ্বাস, রমিজ গান, নুনু মিয়া, মিন্টু দাস, সাধু বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, নন্দ বিশ্বাস, ফরিদ উদ্দিন, মাহিন উদ্দীন, ফখরুল ইসলাম রেদোয়ান হোসেনসহ ভূক্তভোগী গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা ভুমি খেকো জাল-জালিয়াতির চক্রের মুলহোতা মামলাবাজ আওয়ামী লীগের দোসর, সাবেক পাড়িয়াবহর গ্রামের বাসিন্দা রফিক আহমদের ছেলে নজরুল ইসলাম সিপার এবং ভুমিখেকো মামলাবাজ, চাঁদাবাজ এডভোকেট পরিচয়বহনকারী আওয়ামী লীগের দোসর জাল জালিয়াতি চত্রুের অপর সত্রুিয় সদস্য স্থানীয় আব্দুল করিম ময়না মিয়ার ছেলে সাদেক হোসেন এপলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সিপার একাধিক ভিপি রিলিজ ও বিভিন্ন নামজারী কাগজপত্র জাল -জালিয়াতির মাধ্যমে তিনশত বিঘা ভূমির ভুয়া মালিক সেজে মালিকানা দাবি করছে এবং এলাকাবাসীকে হয়রানির করার উদ্দেশ্যে সহকারী জজ আদালত বিয়ানীবাজার আদালত এবং সাব জজ তৃতীয় আদালত ও জেলা জজ, সিলেটে মামলা-মোকদ্দমা দায়ের করেও ব্যর্থ হয়েছে। তারই পথ অনুসরণ করে তার মামাতো ভাই স্থানীয় আব্দুল করিম ময়না মিয়ার ছেলে সাদেক হোসেন এপলু আইনজীবী পরিচয়ে তৎকালীন আওয়ামী লীগের ছত্রছায়ায় জাল- জালিয়াতি চত্রুের সক্রিয় সদস্য নজরুল ইসলাম সিপারের নিয়ন্ত্রনে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রামের প্রায় অর্ধ শতাধিক পরিবারের চলাচলের রাস্তায় সরকারি বরাদ্ধ আসলে রাস্তার কাজ চলাকালীন আইনজীবী পরিচয়ে সাদেক হোসেন এপলু কাজ বন্ধ করার দেন। পরবর্তীতে একের পর এক মামলা দিয়ে এলাকাবাসীকে প্রতিনিয়ত হয়রানি করছে।

বক্তব্যে ভূক্তভোগীরা আরও বলেন, জায়গা জমি সংক্রান্ত যেকোনো সমস্যা থাকলেই এলাকার মানুষের বিরুদ্ধে এই চক্র দীর্ঘদিন মামলা দিয়ে হয়রানি করে থাকে।

অভিযুক্ত সাদেক হোসেন এপলুর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তার জায়গাটি মালিকানা আমার তাই বাঁধা দিয়েছি। চাঁদা দাবির বিষয়টি সত্য নয়। আমার মালিকানা রাস্তায় জোরপূর্বক রাস্তা নিমান কেন মেনে নিবো। তিনি বলেন ইউএনও ও থানার সহযোগিতায় কাজ বন্ধ করেছি সব ডকুমেন্ট দিয়ে।
তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন আপনার রেকডীয় জায়গার উপর দিয়ে সরকারী রাস্তা হলে কি করতেন। যারা অভিযোগ করছে তারা সবাই অবৈধ সুবিধায় চলে।

১১নং লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন জানান, পাকিস্থান আমল থেকে এলাকাবাসী রাস্তা হিসাবে যাতায়াত করছে। দীর্ঘদিন ভোগান্তিতে থাকা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তায় একটি সরকারি বরাদ্দ দিয়েছিলাম। পরে স্থানীয় একজনের সাথে জমির মালিকানা সংক্রান্ত ঝামেলার কারনে বরাদ্দটি বাতিল হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট