মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় মাসিক সাধারণ সভা, আলোচনা, মিলাদ ও জিকির-এ-সেমা মাহফিল গত ২৫ জুলাই ২০২৫ ইং, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হারুয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলে সংগঠনের সহ সভাপতি জনাব মোহাম্মদ এহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মাদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দুবাই রাসআল খাইমা শাখার সাবেক সভাপতি জনাব মোঃ ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা জনাব সৈয়দ শফিউল আজিম সুমন, সংগঠনের সভাপতি জনাব মোঃ আজম, জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব জয়নুল আবেদিন তাওরাত।
পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার পর আলোচকগণ আলোচনায় অংশগ্রহণ করেন । প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঈমান, আখলাক, তাওহীদ, রেসালত ও তাসাউফ বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন -"আখলাক পবিত্রতার জন্যে বিশ্বাসের স্থিতিশীলতা প্রয়োজন। হাকিকত উপলব্ধির মাধ্যমে এক স্রষ্টার প্রতি প্রেমপূর্ণ বিশ্বাসের স্থিতিশীলতা ঈমানের প্রধান আবশ্যিক শর্ত। স্থিত বিশ্বাসের অনুকূলে বিশ্বাসী তা অকপটে মুখে স্বীকার করে এবং সেই মোতাবেক কার্য সম্পাদন করে। প্রকৃত ঈমানদার-ইনসান সর্বাবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করে। একইসাথে রেসালাতের পূর্ণ আনুগত্যতা ব্যতীত তাসাউফের জ্ঞান অর্জন ও চর্চা সম্ভব নয়।"
এছাড়াও গত ২৩ জুলাই ২০২৫ইং বেছালপ্রাপ্ত মোন্তাজেম -এ দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, আওলাদে রাসূল হযরত শাহসূফি সৈয়দ ডাঃ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহঃ) এর বর্ণাঢ্য জীবনী আলোকপাত করে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের পর সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহীম মিলাদ পরিচালনা করেন। সংগঠনের সদস্য শিল্পী গোলাম মওলা রনির পরিবেশনায় জিকির-এ-সেমা মাহফিল শেষে মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত