নিজস্ব প্রতিবেদক:: গোয়াইনঘাটের রাতারগুলে রিপন হত্যা মামলার প্রধান আসামী উপজেলা যুবদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকীর দাপটে অসহায় সাধারণ মানুষ। বিপাকে আইনশৃঙ্খলা বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১১ ইং সালে শাহজাহান সিদ্দিকী ও তার সন্ত্রাসী বাহীনি সৈয়দ গোলাম হাদী রিপনকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে। কিন্ত দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচার পাচ্ছেনা তার পরিবার। রিপন হত্যার প্রধান আসামীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করলে অভিযুক্ত শাহজাহান হাইকোর্ট থেকে অন্তবর্তী কালীন জামিনে বের হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে এবং এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করে।
মামলার বাদী, বিবাদী এবং নিহত রিপন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও তাদের সাথে হাত মিলিয়ে শাহজাহান সিদ্দিকী এলাকাতে ভূমি দখল চাঁদাবাজি দালালি সহ অসহায় সহজ-সরল মানুষকে মিথ্যা মামলায় ঢুকিয়ে তার স্বার্থ হাসিল করে হাতিয়ে নিতো বড় অংকের টাকা। এছাড়াও বার বার রিপন হত্যা মামলাটি উচ্চআদালতে স্থগিত করাতো।
২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও রিপন হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এ বিষয় নিয়ে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নিহত সৈয়দ গোলাম হাদী রিপন এর ভাই সৈয়দ গোলাম বাছিত রিমন সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হত্যাকারীদের ফাঁসির দাবী করেন।
বর্তমানে অন্তবতীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত কিন্তু রিপন হত্যার বিচার নিয়ে এখনো কোন আশার আলো দেখা যাচ্ছেনা, বরং প্রধান আসামী আরো বেপরোয়া অবস্থায় বুকফুলিয়ে চলাফেরা করছে। তার বেপরোয়া সন্ত্রাসী কার্যকলাপে এলাকার মানুষ অতিষ্ঠ, তাহার ভয়ে মুখ খুলতে নারাজ ঐ এলাকার মানুষ।
রিপন হত্যার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মামলার বাদী রিমন এই প্রতিবেদককে বলেন আমরা বিচার পাচ্ছিনা অসহায়। তিনি ক্ষোভের সাথে বলেন শাহজাহান ১০ বার রিপন হত্যা মামলাটি হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে স্থগিত করে মামলাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে। তার ক্ষমতা ও দাপটের কাছে আমরা জিম্মি, তিনি অভিযোগ করে বলেন কিছুদিন আগে শাহজাহান রিপন হত্যা মামলা আপসের জন্য হুমকি দিয়ে বলে আপুসে রাজী না হলে তোমাকেও রিপনের মতো পরিণতি ভোগ করতে হবে। এছাড়া রিপন হত্যা মামলার সাক্ষীদেরকে হুমকি দিয়ে বলে তোমরা সাক্ষী দিবেনা, যদি সাক্ষী দেওয়ার সাহস দেখাও তোমাদেরকে প্রাণে মেরে ফেলা হবে। এই হুমকির কারণে স্বাক্ষীরা আদালতে স্বাক্ষী দিতে ভয় পাচ্ছে। বাদী আরো বলেন, খুনের দায়ে অভিযুক্ত শাহজাহান বর্তমানে সিলেট আদালতে এডিশনাল পিপি দায়িত্বে নিয়োজিত রয়েছে, সে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বাদী ন্যায় বিচার কতটুকু পাবেন তা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।আরো জানা যায়, রিপন হত্যা মামলার বাদী রিমনকে, ৪/৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসতেছে শাহজাহান । বিগত ১৪ বছর অতিবাহিত হয়ে গেলও এখনো পর্যন্ত রিপন হত্যা মামলার সুষ্ঠু বিচার পাচ্ছে না বাদীর পরিবার।
কিছুদিন আগে তাহার অপকর্মের কারণে সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আহবায়কের পদ থেকে সাময়িক বহিষ্কার করলেও, প্রভাব খাটিয়ে টাকা পয়সা দিয়ে, পুনরায় বহাল রয়েছে।
শাহজাহান সিদ্দীকি বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এবং জেলা যুবদলের সহ সভাপতি। তার ছত্রছায়ায় চাঁদাবাজি, এলাকাতে, সন্ত্রাসী, লুটপাট, করছে। সে অনেক অপকর্মের মূল হোতা। অনেক নিরীহ সরল সহজ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত