মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই জনসেবার অঙ্গীকার নিয়ে জামালগঞ্জে যাত্রা শুরু করল এক ব্যতিক্রমী উদ্যোগ—“সস্তা বাজার”।
সোমবার (২৮ জুলাই) বিকেলে জামালগঞ্জের সাচনা বাজার সিএনবি রোডে নতুন মার্কেট চত্বরে ‘সস্তা বাজার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ ওস্তার গণি এবং গীতা পাঠ করেন বাবু জন্টু চন্দ্র। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক বিষ্ণুপদ সূত্রধর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, নেহার দেবনাত, সুজিত মোহন দাস, শাহাজান সিরাজ, বিরাজ রায়, আলাল উদ্দিন, বিপ্লব পুরকায়স্থ প্রমুখ।
বক্তারা বলেন, “বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে যখন মানুষ দিশেহারা, তখন ‘সস্তা বাজার’ যেন এক টুকরো আশার আলো।”
সুজিত মোহন দাস বলেন, “আমাদের লক্ষ্য হলো—ছাড়মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, প্রয়োজনমাফিক হোম ডেলিভারি চালু, নিয়মিত মূল্য তালিকা প্রকাশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সেবা পৌঁছে দেওয়া।”
প্রধান অতিথি চিত্ত রঞ্জন পাল বলেন, “এই উদ্যোগ কেবল ব্যবসার উদ্দেশ্যে নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ প্রয়াস। বণিক সমিতির পক্ষ থেকে আমরা এই প্রয়াসের পাশে থাকব সর্বাত্মকভাবে।”
‘সস্তা বাজার’-এ প্রতিদিনের নিত্যপণ্য—চাল, ডাল, তেল, লবণ, মসলা ইত্যাদি ছাড়মূল্যে সরবরাহ করা হবে। এর জন্য থাকবে পরিকল্পিত সরবরাহ ব্যবস্থা ও সেবাবান্ধব কর্মপদ্ধতি।
সমাপ্তি বক্তব্যে উদ্যোক্তারা বলেন,
“‘সস্তা বাজার’ হবে জনগণের বাজার—জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা এবং জনগণের কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম।