মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:: আগামী ২১ শ্রাবণ ১৪৩২বাংলা ০৫ আগষ্ট২০২৫ইংরেজী রোজ মঙ্গলবার,চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির বৃন্দাবনহাট হাইদচকিয়াস্থ খলিফায়ে হযরত আবদুল মালেক শাহ জালালুল্লাহ কাঞ্চননগরী(রহঃ)ফানা ফি-শায়খ হযরত মাওলানা শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদী(রহ)এর দিন ব্যাপী মহান উরস-এ পাক মহা সমারোহে জ্বিকরে জালালুল্লাহর সহিত রওজা প্রাঙ্গণে উদযাপিত হবে,আশেকানে শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী(রহঃ) উরস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বহু কর্মসূচি সমূহের মধ্যে যাহা রয়েছে বাদে ফজর: মাজার শরীফ গোসল,গিলাফ ছড়ানো, মিলাদ ক্বিয়াম ও মোনাজাত, সকাল আট টা হতে পবিত্র কোরআন তিলাওয়াত, এগারো টায় মরহুম আশেকানদের ইসালে সওয়াব। বাদে যোহর: তাওয়াল্লাদে গাউছিয়া আলীয়া মাইজভান্ডারীয়া পরিবেশন।বাদে আছর: শানে গাউসুল আজম মাইজভান্ডারী(কঃ)গজল ও কালামে হযরত আব্দুল মালেক শাহ জালালুল্লাহ(রহঃ)পরিবেশন। বাদে মাগরিব: সমবেত মিলাদ মাহফিল ও মোনাজাত, সন্ধ্যা সাত টা হতে শোহাদায়ে কারবালা স্বরণ ও ত্বজক্বেরায়ে গাউসে মাইজভান্ডারী,রাত দশ টা হতে জিকিরে সা’মা ও জিকির সমাপান্তে নেয়াজ তাবারুক বিতরণ, উক্ত মহান উরসে পাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আহলো আওলাদগণের পক্ষে মাষ্টার মুহাম্মদ দিদারুল আলম আমন্ত্রণ জানিয়েছেন।