মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম:-গত ৩০ জুলাই বুধবার বাদে এশা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, জলিলনগর শাখার ব্যবস্থাপনায় রাউজান প্রেস ক্লাব মিলনায়তনে চেরাগে গাউসুল আযম মাইজভান্ডারী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র চন্দ্র মাসিক ফাতেহা শরীফ ও শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন জলিলনগর শাখার সহ-সভাপতি বাবু সুমন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা “খ” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা “খ” জোনের সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ আলী, রাউজান উপজেলা “ক” জোনের সমন্বয়কারী মাষ্টার আনিস উল খান বাবর,রাউজান উপজেলা “গ” জোনের সমন্বয়কারীগণ আবু মোহাম্মদ আক্কাস মানিক, কাজী আসলাম উদ্দীন, মো: নাজিম উদ্দীন, রাউজান উপজেলা “খ” জোনের সমন্বয়কারী মো: মিনহাজুল আবেদীন। আরো উপস্থিত ছিলেন মো: সাহাব উদ্দীন, মো: সোহেল, মো: হানিফ, মো: আলাউদ্দীন রানা সহ আরো অনেকে।
২য় অধিবেশনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা “খ” জোনের সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে মো: সাহাব উদ্দীনকে সভাপতি ও মো: সোহেলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরিশেষে মিলাদ-কিয়াম ও তাওল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া শরীফ ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।