স্টাফরিপোর্টার::সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র সভাপতি কবি ও সাংবাদিক সুনির্মল সেন’র ৬০তম জন্মবার্ষিকী আজ সোমবার (৪ আগস্ট)।
১৯৬৫ সালের ৪ আগস্ট তিনি সিলেট নগরীর সাদিপুর আবাসিক এলাকার এক সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। ৭ ভাই-বোনদের মধ্যে পিতা- মাতার দ্বিতীয় সন্তান তিনি।
১৯৮৬ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘সপ্তাহের প্রত্যয়ন’ নামে একটি সংবাদ ম্যাগাজিনে রিপোর্টার হিসেবে সিলেটে সৌখিন সাংবাদিকতা শুরু করে এখন পর্যন্ত নিজেকে একজন সৎ নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচয় ধরে রেখেছেন সাংবাদিক সুনির্মল সেন।
১৯৯০/৯১ সালের দিকে তিনি স্থানীয় দৈনিক সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার হিসেবে পেশাগত সাংবাদিকতা শুরু করেন।এখানে তিনি প্রায় ৫বছর কর্মরত ছিলেন। এর পর থেকে বিভিন্ন সময়ে জাতীয় -স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য পত্র-পত্রিকা হচ্ছে — দৈনিক খবর, দৈনিক লাল সবুজ, দৈনিক রূপালী, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকা, দৈনিক যুগভেরী, বাংলার মাটি, দৈনিক গণকন্ঠ, সাপ্তাহিক তদন্ত রিপোর্ট, সাপ্তাহিক চিত্র বাংলা, সাপ্তাহিক নির্ভীক সংবাদ, দৈনিক বাংলার কথা, সাপ্তাহিক বঙ্গ বিচিত্রা, ভাটির শিকড় প্রভৃতি।
পেশাগত সাংবাদিক হিসেবে তিনি বর্তমানে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার সিনিয়র রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল- ‘মশাল.অনলাইন’র সিনিয়র এডিটর, সুরমা মেইল ডটকম’র নিউজ ইনচার্জসহ আরও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছেন।