সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’উপলক্ষে ৫ আগস্ট সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজিত সরকারি সভায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থকে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানালে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় উপস্থিত 'জুলাই বিপ্লব' সমর্থক ও ফ্যাসিবাদবিরোধী অংশগ্রহণকারীদের মধ্যে।
স্থানীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ সরাসরি প্রশ্ন তোলেন, “ফ্যাসিবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত একজন বিতর্কিত ব্যক্তিকে কীভাবে একটি জাতীয় দিবসে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো?”
প্রশ্নটি আমলে না নিয়ে ইউএনও উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সভাকক্ষে মাইক ব্যবহার করে কিছু অরুচিকর মন্তব্য করেন। তিনি প্রতিবাদী সাংবাদিকদের সভাকক্ষ ত্যাগের নির্দেশ দেন, যা থেকে সভায় হট্টগোল শুরু হয় এবং সাময়িকভাবে অনুষ্ঠান ব্যাহত হয়।
জুলাইপন্থিদের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর অনুসারীদের অগ্রাধিকার দিচ্ছে। তারা জানান, এক মাস আগেও একটি সরকারি ক্যান্টিন উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল সাংবাদিকদের বাদ রেখে আওয়ামী লীগের সদস্য ও মিডিয়াকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছিল।
জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম বলেন, “মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়ন করে ফ্যাসিবাদ পন্থীদের অগ্রাধিকার দেওয়া মানেই স্বৈরতন্ত্রের পুনর্জাগরণ। আমরা চাই ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর চেতনা ও আদর্শকে সম্মান জানিয়ে সরকারি কার্যক্রম পরিচালিত হোক।”
আব্দুল আহাদ আরও বলেন, “ডেভিল সাংবাদিককে সামনে রেখে ইতিহাসবিরোধীদের পুনর্বাসন বরদাশত করা যায় না। প্রশাসনের নিরপেক্ষতা এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা বজায় রাখার দাবি জানাই।”
এ ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, কাঙ্খিত ভুল হয়ে থাকলে পরবর্তীতে ব্যবস্থা নেব।
উল্লেখ্য, সভায় উপস্থিত বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য না করায় উপস্থিত জনসাধারণের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত