ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিক্ষোভ মিছিল শেষে পথসভায় মিলিত হন। সভায় বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন,জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ তাজুল আহমদ কালাম আহমদ হাবিবুর রহমান রেজন আহমদ আকিক চৌধরী জাকির হুসাইন বদরুল সাইদুল ইসলাম আক্কাস আলী কবির আহমদ এমদাদ আহমেদ কয়েছ আহমদ উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এমাদুদ্দিন লিলু,ধর্ম সম্পাদক আঃ আউয়াল চৌধরী
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, যুগ্ম আহ্বায়ক লয়লুছ আহমদ, রিমন মাহমুদ রাসেল, ছাত্রদলের আহ্বায়ক জোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমদ ও আবির আহমদ।
উপজেলার আটটি ইউনিয়ন থেকে সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন এবং বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন,সিলেট ২ আসনের আগামী দিনের কান্ডারী তাহসিনা রুশদী লুনা ম্যাডাম ও উপজেলার বিভিন্ন নেতা কর্মিদের বিরুদ্ধে একটি গুষ্টি পপাগান্ডা চরাচ্ছে, অন্যদিকে সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং দেশে ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে। তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।