নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার খাদিম নগরে চলছে মাদকের রমরমা বাণিজ্য। মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের দিকে যুবসমাজ,নীরব ভূমিকায় থানা পুলিশ।
খাদিম নগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এলাকা দিন বিমানবন্দর থানা আওতাভুক্ত খাদিম নগর টি গার্ডেন, বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকার ভেতরে ৩ নং উপজাতি কুলি বস্তি লাইন বাগমারা এরিয়ার ভেতর বস্তি লাইন শেষে উপজাতি কুলি সুমনের ঘরের পাশে ভেতরে সবুজ প্রেসিডেন্ট এর দখলীয় বাড়ীর ভেতর পাশে বরজান চা বাগানের ভেতর অবৈধ ভাবে জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা ছুওয়াই মদ দেদারছে বিক্রি হচ্ছে। মাদকের অবৈধ বিস্তারে জড়িত রয়েছে বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকায় বিলাস ব্যানার্জি, তিনি বরজান বস্তি এলাকার সভাপতি সবুজ প্রেসিডেন্ট এর যুগ সাজসে বাগানের ভেতর অবৈধ ভাবে মরন নেশা ইয়াবা, গাঁজা বিক্রি, চুয়াইল মদ চুরাই মদ বিক্রি করছে এছাড়াও অবৈধ অনলাইন জুয়া তীর শীলং চলছে। এতে জড়িত রয়েছে মহন উপজাতি, কুলি কবির, চাষা উপজাতি কুলি খাবরু উপজাতি। ৩ নং উপজাতি কুলি বস্তি এলাকার ভেতরে মৃত ধনঞ্জর ছেলে সুমন উপজাতি কুলি সহ আরো অনেক জড়িত রয়েছে।
আরো নাম না জানা অনেকই এই অবৈধ কাজে জড়িত রয়েছ চুয়াইল মদ, ভারতের চুরাই মদ, ভাতের পঁচা হারিয়া মদ বিক্রি হচ্ছে দেদারসে। এরা সবাই মিলে জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন এর পাশাপাশি শীলং তীর নামক জুয়া খেলা জানডু মুন্ডু জুয়া খেলা
প্রতিদিন বিভিন্ন স্থানের মানুষ এসে পাইকারি ও খুচরা গাজা,ইয়াবা,মদ কিনে নিয়ে যাচ্ছে এবং মদ খেয়ে মাতাল হয়ে শিলং তীর, জান্ডু,মুন্ডু জুয়া খেলা চালিয়ে গেলেও পুলিশের নীরব ভূমিকা নানা রহস্যের জন্ম দিয়েছে।
মাদকের ভয়াল থাবায় দিনের পর দিন চোখের সামনে উঠতি বয়সী যুবসমাজ ধংস হচ্ছে, অথচ আইন প্রয়োগকারী সংস্থা যুবসমাজ বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছেনা। এসএমপির পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও বিভিন্ন থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অসহযোগিতার কারণে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করা যাচ্ছেনা। কিশোর,যুবক, বৃদ্ধ সবাই, কেউই মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছেনা।
এই অবৈধ জীবন ধ্বংসকারী মরণ নেশা বন্ধে এবং আগামীর যুবসমাজকে বাঁচাতে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার পক্ষ থেকে সিলেটের পুলিশ কমিশনার মহোদয়, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেছেন সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত