স্টাফ রিপোর্টার::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অতি দরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে বিশেষ উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। সুপ্রিম এশিয়া প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ২,৫০০ পরিবারের মাঝে মোট ৭,৫০০ ফলজ গাছের চারা বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার। উদ্বোধনী বক্তব্যে তিনি ইসলামিক রিলিফের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ফলজ গাছ রোপণ এবং প্রতি বাড়িতে পুষ্টি বাগান গড়ে তোলা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদা বেগম তিনি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আপনারা এ চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করবেন। এতে শুধু পরিবেশের উন্নয়ন নয়, আপনাদের পরিবারের খাদ্য ও পুষ্টির ঘাটতি পূরণেও সহায়তা করবে। তিনি গাছের পরিচর্যা ও রোগবালাই দমন সম্পর্কেও অংশগ্রহণকারীদের বিস্তারিত পরামর্শ দেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ওহিদুল ইসলাম জানান, আমাদের এই ফলজ চারা বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে—অতি দরিদ্র পরিবারের পুষ্টির মান উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রশমনে অবদান রাখা। এই প্রকল্পের মাধ্যমে শুধু চারা বিতরণই নয়, বরং দীর্ঘমেয়াদে অতিদরিদ্র পরিবারগুলোকে জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।”
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি এম এ এইচ শাহীন, সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই আরিফ, মনিটরিং কর্মকর্তা ইফতে খাইরুল, সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ. এছাড়াও উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী তাদের স্ব-স্ব ইউনিয়ন থেকে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় পরিবারগুলোর পক্ষ থেকে অনেকে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের অধিকারভোগী তানজিনা বেগম বলেন,আমরা আগে নিজের বাড়িতে ফলের গাছ লাগানোর সুযোগ পাইনি। আজ গাছ পেয়ে খুব খুশি লাগছে। আশা করি কয়েক বছরের মধ্যে আমাদের সন্তানরা নিজের বাড়ির ফল খেতে পারবে। ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের জয়নাল মিয়া বলেন,গাছগুলো বড় হলে শুধু আমাদের পরিবারের কাজে লাগবে না, বরং আশেপাশের মানুষেরও উপকার হবে।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, বিতরণ করা এই ফলজ চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করলে আগামী কয়েক বছরের মধ্যে এসব পরিবার শুধু পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হবে না, বরং স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও জলবায়ু সহনশীল পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত