নিজস্ব প্রতিবেদক :: অদ্য ১৪/০৮/২০২৫খ্রিঃ অনুমান ১৪.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজারে প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ০৮ (আট) জন জুয়াড়ি‘কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা ১। মনা মিয়া (৪৩), পিতা-মৃত মোঃ উসমান গনি, সাং-রসুলপুর, পোঃ প্রধান,থানা-কোতোয়ালী, জেলা-রংপুর, বর্তমানে- সাং-লাউয়াই, হাসেম মোল্লার গ্যারেজ, থানা-দক্ষিণ সুরমা, সিলেট, ২। বদরুল ইসলাম (৩৭), পিতা-মৃত আব্দুল সালাম, সাং-মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, সিলেট, ৩। মোঃ ইসমাইল হোসেন (৫৪), পিতা-মৃত মোঃ ইউনুছ মিয়া, সাং-গালিমপুর, থানা-দক্ষিণ সুরমা, সিলেট, ৪। মোঃ এনাম মিয়া (২৫) পিতা- মৃত বাদশা মিয়া, সাং- শিববাড়ী, ধইনপুর, থানা-দক্ষিণ সুরমা, সিলেট, ৫। মোঃ বাবুল মিয়া (৩৩), পিতা-মৃত আব্দুল আউয়াল, সাং-রহমতপুর, পোঃ ছাতক, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ (বর্তমানে-সাং-নয়াসড়ক, থানা- কোতোয়ালী, সিলেট), ৬। মোঃ লালন উদ্দিন (৪৩), পিতা- মৃত আনফর আলী, সাং-ধরা, পোঃ-রাখালগঞ্জ, থানা-গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট, ৭। শেকন আহমেদ (৩৭), পিতা-মৃত মিজান আলী, সাং-দত্তরাইল, পো-ঢাকা দক্ষিণ, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৮। মোঃ চাঁন মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-বনগ্রাম, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোণা, (বর্তমানে-সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, সিলেট)
উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত