নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর শাহপরান থানার আওতাভুক্ত সিসিক’র ৩৩ নং ওয়ার্ড এর শাহ পরান মাজার শরীফ। সেই পবিত্র মাজারের ভেতরে একটি অপরাধী চক্র দীর্ঘ দিন থেকে জমজমাট মাদক ব্যবসা ও জুয়ার প্রতারণা চালিয়ে যাচ্ছে। চক্রটি প্রশাসনের ছোখ ফাঁকি দিয়ে ইয়াবা, গাঁজা, পাইকারী ও খুচরা প্রকাশ্যে বিক্রি করছে পাশাপাশি নিজেরাও সেবন করছে। অথচ শাহপরান থানা পুলিশের রহস্যজনক ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এছাড়া ভারতীয় অনলাইন শীলং তীর, জান্ডু মুন্ডু নামক জুয়ার প্রতারণায় অতিষ্ঠ স্থানীয়দের পাশা পাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার জিয়ারত করতে আসা ভক্তবৃন্দরা।
জুয়া ও মাদক ব্যবসায় জড়িত রয়েছে লেচু খান গং চা দোকানদার ইসলামাবাদ কুমার গাঁও এলাকার বাসিন্দা সে বিগত অনেক বছর ধরে গাঁজা বিক্রি করে আসছে, এই কারণে কয়েক বার জেল কেটে বাহিরে এসে আবার তার নিজের ফায়দা হাসিলের উদ্দেশ্যে ইয়াবা, গাঁজা বিক্রি করছে।
শাহ পরান মাজার শরীফ পুকুর পাড়ে শেষে গরম বিবি হাউজিং প্রকল্পের ভেতর জমজমাট ইয়াবা, গাঁজা বিক্রি সেবন ও জুয়া খেলা চলছে এতে জড়িত রয়েছে সাহালম, ফারুক আহমেদ, লেছু খান চা দোকানদার গং। তারা নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে পবিত্র মাজার শরীফ ভেতরে ব্যবসা করে মাজারের সম্মান নষ্ট করে দিতেছে। কিন্তু প্রশাসনের পাশা-পাশি মাজার কর্তৃপক্ষ ও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
মাজার কর্তৃপক্ষের এমন নীরবতাকে অপরাধীদের সমথর্ন করছে বলে মনে করেন স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন অপকর্মে মাজার কতৃপক্ষ জড়িত না হলে এতো সাহস কোথা থেকে পায় মাদক ব্যবসায়ী ও জুয়ারীরা।
মাদকের ভয়াল ছোবলে দিন দিন স্থান৬ যুব সমাজ ধ্বংস হলেও কারো কোন নজর নেই। মাদকের কারণে যুব সমাজ, সামাজিক পরিবেশ ধ্বংসের দিকে ধাবিত হলেও মাদক জুয়া প্রতিরোধে শাহপরান থানা পুলিশের উল্লেখযোগ্য কোন ভূমিকা চোখে পড়ছেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত এই প্রতিবেদককে বলেন এতো সুন্দর মাজার যেন অরক্ষিত মনে হচ্ছে। মাদকসেবী ও জুয়াড়ীদের অপকর্মে যারা প্রতারণার শিকার হয়েছন তারা চুরি ছিনতাই কাজে জড়িয়ে পড়বে। তিনি বলেন আমার মোবাইল ছিনতাই হয়েছে অসুবিধা না কিন্তুু অনেক মানুষ আছে ছিনতাইয়ের শিকার হলে মারাত্বক সমস্যায় পড়বে। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং মাজার কমিটি গুরত্ব সহকারে বিবেচনা করা দরকার।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন গুটিকয়েক পুলিশ কর্মকর্তাকে বখরা দিয়ে ম্যানেজ করেই চলে অবৈধ মাদক ও জুয়ার রমরমা প্রতারণা। ওলিকুল শিরোমণি হযরত শাহপরান এর মাজারে স্থায়ীভাবে মাদক ও জুয়ার প্রতারণা বন্ধে সিলেট মহানগর পুলিশ কমিশনার মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করেন।