নিজস্ব প্রতিবেদক:: ২৩/০৮/২০২৫খ্রিঃ অনুমান ১৪.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল রোডস্থ আবাসিক হোটেল ‘বাধন’এর অভ্যান্তরে বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। জামাল মিয়া (৩২), (হোটেল ম্যানেজার), ২। মাইন উদ্দিন (২০), ৩। তাহলীল আহমেদ (১৯), ৪। মাহি আক্তার (২৫), ৫। কলি বেগম (২৩)। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরবর্তীতে, অনুমান ১৬.৪০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ ঢাকা প্যালেস আবাসিক হোটেল এর বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেনঃ ১। মোঃ আসাদুজ্জামান (২৬), ২। মোঃ ফাহিম আহমেদ (২৬), ৩। জান্নাতুল ফেরদৌস (২৫), ৪। মনি আক্তার (১৯)। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।