স্টাফ রিপোর্টার:: সিলেটের কোম্পানীগঞ্জে দক্ষিণ ঢালারপাড়- মোস্তফা নগর গ্রামে মসজিদ-মাদ্রাসা ও রাস্তা-ঘাট হাজারো আমন ফসলের জমি ধ্বংসের
দ্বারপ্রান্তে। সরকারি বিদ্যুৎ এর খুটি হেলে পড়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। পরিবেশ বিনষ্টকারী দানব যন্ত্রখ্যাত,লিষ্টার বা বোমা মেশিনের বিকট শব্দে কোমলমতি শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।পরিবেশ ও প্রতিবেশ বিপন্নকারী লিষ্টার মেশিনের দ্বারা, আওয়ামী সিন্ডিকেট চক্র এ মহা তান্ডবে সরাসরি জড়িত।
বালু উত্তোলন লুটপাট বানিজ্য করে যাচ্ছে।একটি সূত্রে জানা যায়। এরা এলাকাবাসীর বাঁধা নিষেধ করলেও তা মানছে না। এদিকে দক্ষিণ ঢালারপাড় গ্রামের লোকজনের অভিযোগ বালু ইজারাদারের লোকজন অবৈধভাবে আমাদের গ্রাম থেকে ড্রেজার মেশিন লাগিয়ে রাতের অন্ধকারে বালুর উত্তোলন করছে। এর ফলে বাড়ি ঘর মসজিদ বিদ্যালয় ও মাদ্রাসা ধ্বংসের মুখে রয়েছে। যাদের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন লুটপাট বানিজ্য চলছে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো.গিয়াস উদ্দিন (৬০) সভাপতি আজিদ মিয়া (৬২) আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন(৫৫) এবং তাদের রয়েছে অনুগত প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি সিন্ডিকেট বালুখেকো বাহিনী। অদ্য ২৬-৮-২০২৫ ইং তারিখে দক্ষিণ ঢালারপাড়-বাসী গ্রাম রক্ষার্থে সিলেটের জেলা প্রশাসক, ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি) কোম্পানীগঞ্জ,থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে, লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের কাছে জানতে চেয়ে মোবাইলে বারবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া,বলেন অবৈধভাবে বালু উত্তোলন লুটপাট বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত