স্টাফ রিপোর্টার :: কোম্পানীগঞ্জে গতকাল ২৫ আগষ্ট ভোর ৪ টার সময় উৎমা বিজিবি ক্যাম্পের জওয়ানরা একটি স্টিল বডি নৌকা আটক করেছে। নৌকার মালিক কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক মোস্তাকিম আহমেদ ফরহাদ, রাতে প্রথম ধাপে একসাথে ৪ টি স্টিল বডি নৌকা বালু লোড করে নিয়ে যায়, পরের ধাপে যখন আবারো বালু লোড করতে আসে তখন বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তখন ৪ টি নৌকার মধ্যে ৩ টি নৌকা চলে যায় এবং একটি নৌকা আটক করতে বিজিবি সক্ষম হয়। তথ্য অনুসন্ধানে দেখা যায় বালুর স্টকের মালিক,পাথরখেকো মোস্তাকিম আহমেদ ফরহাদ,তার গ্রুপের এনামুল হক ,তৈমুছ আলী, নুর উদ্দিন,আব্দুল হান্নান,মুহিবুর রহমান,ওরপে (ল্যাংড়া) মুহিব, আব্দুল মালিক বিজি মোল্লা,ইউনিয়ন জামাতের সাধারন সম্পাদক আব্দুল লতিফ,তরিক উল্লাহ মেম্বার, ইসমাইল আলী,আব্দুর রহমান মেম্বার, আলাউদ্দিন, মোস্তফা, ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি নেতা রমজান আলী, তজমুল আলী,বুধন মিয়া,আলী নুর প্রমুখ।
এবিষয়ে কোম্পানীগঞ্জের উৎমা ক্যাম্পের (বিওপি) মো. ইউসুফ আলী সরকার তা স্বীকার করে বলেন আমরা বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে একটি স্টিল বডি আটক করতে সম্মত হয়েছি ও তা চিজ করা হয়েছে।