এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার, প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষিপুর ইউনিয়নে খাসিয়ামারা নদীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা: মো.ইলিয়াস মিয়া।
বুধবার (২৭ আগষ্ট) বিকালে লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী,রাবারড্রাম,লিয়াকতগঞ্জ বাংলাবাজার মাদ্রাসাসহ নদীর তীরবর্তী আশপাশ এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবারড্রামের দুপাশে নিরাপত্তার জন্য বাঁশের ভেরিকেট দেওয়ার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাক্ষাতে জেলা প্রশাসক ডাঃ মোঃ ইলিয়াস মিয়া বলেন,খাসিয়ামারা নদীতে কোন ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবেনা। ইজারাদারকে নিষেধ করা হয়েছে আগামী একসপ্তাহের বিতরে যেনো ড্রেজার মেশিনগুলা সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন,খাসিয়ামারা নদীতে ইজারাদারকর্তৃক নীতিমালার বহির্ভূত ভাবে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। এলাকার স্থাপনা, চলাচলের সড়ক ও ফসলি জমি হতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে।
বালু উত্তোলনের ফলে রাবারড্রামের ক্ষতির বিষয়টে সম্পর্কে তিনি বলেন, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের ফলে রাবারড্রামের ক্ষতির বিষয়টি তদন্ত করার জন্য এলজিইডিকে বলা হয়েছে। ক্ষতি হয়ে থাকলে ইজারাদার রাবারড্রামের ক্ষতিপূরণ দিতে হবে।
এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল হক,এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত