1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

আওয়ামী দোসর খুনসহ ১৬ মামলার আসামী বালুখেকো আলফু বাহিনির নেতৃত্বে কোম্পানীগঞ্জে কোটি কোটি টাকার বালু হরিলুট চলছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোম্পানীগঞ্জে বালু খেকো চক্র ,ডালার পার ও নতুন জীবন পুর রাস্তার সংলগ্ন ,বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত বন বিভাগ এবং মৎস্য সম্পদ অধিদপ্তরের জায়গা থেকে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভালো উত্তোলন করে হাতে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ⁠,,তাদের হাত থেকে রেহাই পাইনি সাধারণ কৃষকদের ফসিলি জমি। বালু খেকোদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে নারাজ।

এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়। অবৈধভাবে ও বেআইনী ভাবে সরকারের খাস খতিয়ানের প্রায় ২৫০ একর জমি দখল করে আওয়ামী দোসর আবু বক্কর সিদ্দিক ,সহ সভাপতি উপজেলা আওয়ামীলিগ, তার ভাই, রুপা মিয়া প্রায় ৩৫০ একর সরকারি খাস জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে , বর্তমানে এসব জায়গা থেকে কোটি কোটি টাকার বালু বিক্রি করতেছে। কিন্তু প্রশাসন সরকারের সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এই বালু খেকোচক্রের নেতৃত্ব দিতেছে, উপজেলা যুবলীগের ক্যাডার ডেবিল তোফাজ্জল হোসেন , একাধিক ডাকাতি মামলার আসামি দোসর আওয়ামী লীগ কর্মী কলাবাড়ীর বিল্লাল, ডেবিল আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ আলী জিন্না তার ছোট ভাই শওকত আলী ,তার ভাই আক্কাস আলী ⁠ ,আওয়ামীলীগ কর্মী জজ মিয়া যুবলীগ কর্মী বাবুল মিয়া ,যুবলীগ কর্মী জাহাঙ্গীর মিয়া ,যুবলীগ কর্মী শেরে বাংলা, ⁠আওয়ামী দোসর আব্দুল অদুদ আলফু চেয়ারম্যান, তার ভাই আকুদ্দুস,আলী বস ,আলী হোসেন সহ আরো ২০-৩০জন অবৈধভাবে বালু খাওয়ার নেতৃত্বে রয়েছে। অবিলম্বে তাদেরকে অবৈধ বালু খেকোদের আইনের আওতায় আনতে এবং বেআইনিভাবে বালু
উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম এর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এব্যপারে বালুখেকো মোহাম্মদ আলী জিন্নাহ’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট