নিজস্ব প্রতিবেদক:: কোম্পানীগঞ্জে বালু খেকো চক্র ,ডালার পার ও নতুন জীবন পুর রাস্তার সংলগ্ন ,বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত বন বিভাগ এবং মৎস্য সম্পদ অধিদপ্তরের জায়গা থেকে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভালো উত্তোলন করে হাতে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ,,তাদের হাত থেকে রেহাই পাইনি সাধারণ কৃষকদের ফসিলি জমি। বালু খেকোদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে নারাজ।
এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়। অবৈধভাবে ও বেআইনী ভাবে সরকারের খাস খতিয়ানের প্রায় ২৫০ একর জমি দখল করে আওয়ামী দোসর আবু বক্কর সিদ্দিক ,সহ সভাপতি উপজেলা আওয়ামীলিগ, তার ভাই, রুপা মিয়া প্রায় ৩৫০ একর সরকারি খাস জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে , বর্তমানে এসব জায়গা থেকে কোটি কোটি টাকার বালু বিক্রি করতেছে। কিন্তু প্রশাসন সরকারের সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এই বালু খেকোচক্রের নেতৃত্ব দিতেছে, উপজেলা যুবলীগের ক্যাডার ডেবিল তোফাজ্জল হোসেন , একাধিক ডাকাতি মামলার আসামি দোসর আওয়ামী লীগ কর্মী কলাবাড়ীর বিল্লাল, ডেবিল আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ আলী জিন্না তার ছোট ভাই শওকত আলী ,তার ভাই আক্কাস আলী ,আওয়ামীলীগ কর্মী জজ মিয়া যুবলীগ কর্মী বাবুল মিয়া ,যুবলীগ কর্মী জাহাঙ্গীর মিয়া ,যুবলীগ কর্মী শেরে বাংলা, আওয়ামী দোসর আব্দুল অদুদ আলফু চেয়ারম্যান, তার ভাই আকুদ্দুস,আলী বস ,আলী হোসেন সহ আরো ২০-৩০জন অবৈধভাবে বালু খাওয়ার নেতৃত্বে রয়েছে। অবিলম্বে তাদেরকে অবৈধ বালু খেকোদের আইনের আওতায় আনতে এবং বেআইনিভাবে বালু
উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম এর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এব্যপারে বালুখেকো মোহাম্মদ আলী জিন্নাহ’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।