1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

বিএনপি’র নাম ভাঙ্গিয়ে দোকান দখলের অভিযোগ উঠেছে ভর্তাবাড়ী রেস্টুরেন্টের বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর ব্যস্ততম উপশহর পয়েন্ট সংলগ্ন মেন্দীবাগ পয়েন্টে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স রাস্তা ঘেষে জেলা পরিষদ মার্কেট। সেই মাকেটের বিভিন্ন দোকান কোটা উন্মুক্ত নিলামের মাধ্যমে ইজারা নিয়েছেন বিভিন্ন ব্যক্তি। ইজারা নিয়ে তারা আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। এই মাকেটে মোট ১২ টি দোকান কোটা রয়েছে। এল সিস্টেম এই মার্কেটের উত্তর পাশের ৪টি দোকান কোটা ভাড়া নিয়ে আজিজুল হাকিম নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন ভর্তাবাড়ী রেস্টুরেন্ট। এই ৪টি দোকান ৪ জন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন ভাড়া সাভ্যস্ত্য করে ভাড়া নিয়েছেন আজিজুল হাকিম। সামনের কর্ণারের দোকান কোটার মাসিক ভাড়া ৩০ হাজার টাকা, পশ্চিম পাশের বাকী তিনটি দোকান কোটার ভাড়া প্রতিটি ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা। অর্থ্যাৎ ৪ টি দোকান কোটার একত্রে প্রতি মাসে ৯০ হাজার টাকা। ফ্যাসিট আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকার সময় আজিজুল হাকিম ঠিকমতো ভাড়া পরিশোধ করলেও ২০২৪ ইং সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে পল্টি মারেন আজিজুল হাকিম। দোকানের মালিকরা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা হওয়ায় সুযোগ শতভাগ কাজে লাগিয়ে মামলা হামলা ও জেলে পাঠানোর ভয় দেখিয়ে বিগত ১৩ মাস যাবৎ দোকানের ভাড়া না দিয়ে জোরপূর্বক দখল করে আয়েশি ভঙ্গিতে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছেন। দোকান মালিকরা ভাড়া চাইলে তিনি পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের বিতারিত করেন। কর্ণারের দোকান মালিককে অস্ত্রের ভয় দেখানোর পর তিনি জীবন বাঁচাতে কানাডা ফাঁড়ি দিয়েছেন।বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন। অন্যরাও সাহস করে ভাড়া চাইতে পারছেননা। নিয়াজ আহমদ এর ভাই গিয়াস ভাড়া চাইতে চাইতে বিরক্ত। তবুও ভাড়া পাচ্ছেননা।

এব্যপারে ৩ নং দোকান মালিক ভূক্তভোগী নিয়াজ আহমদ এর ভাই গিয়াস এই প্রতিবেদককে হতাশা প্রকাশ করে বলেন। কি আর বলবো অনেক কিছু বলার ছিলো কিন্তু সময় ভালোনা তাই বলতে চাইনা, আল্লাহর উপর বিচার দিয়ে রেখেছি। তিনি আরো বলেন বিগত ১৩ মাস যাবৎ আমরা কেউ দোকানের ভাড়া পাচ্ছিনা। বরং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশি ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে আমাদের ১৩ মাসের দোকান ভাড়া ১১লক্ষ ৭০ হাজার টাকা না দিয়ে জোরপূর্বক দখল করে ব্যবসা চালাচ্ছে আজিজুল হাকিমগংরা। তিনি ভোক্তাঅধিদপ্তরের দিকে ইঙ্গিত করে বলেন তারা রান্নাঘরে গিয়ে দেখুক কি পরিবেশে খাবার তৈরি করে মানুষকে পরিবেশন করা হচ্ছে।

এব্যপারে ভর্তাবাড়ী রেস্টুরেন্টের মালিক আজিজুল হাকিম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়, তখন তিনি ভাড়ার ব্যপারে এই প্রতিবেদককে  বলেন আমি নিয়মিত  ভাড়া দিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট