নিজস্ব প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিবির নেতা কর্তৃক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদেরকে হেনস্তা এবং সারাদেশে শিবিরের নেতাকর্মী দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহতভাবে সাইবার বুলিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ল’ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ২ সেপ্টেম্বর বিকাল ৪.০০ ঘটিকার সময় সিলেট ল কলেজ এর মেইন ফটকের সামনে এই কমসূচী পালন করা হয়।
ল কলেজ ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কমসূচীতে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন ল কলেজ ছাত্র দলের সহ-সভাপতি আব্দুল মুকিত জাহাঙ্গীর, সহ-সভাপতি আসিফুর রহমান আরিফ, সহ-সভাপতি শিব্বির আহমদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক,আব্দুস সামাদ শিকদার,দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক মাসনুনা আক্তার আঁখি,শাহীন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।