নিজস্ব প্রতিবেদক:: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে।সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটের ঘটনায় প্রথম থেকে আলোচনায় ছিলেন বিএনপি নেতা সাহাব উদ্দিন। সমালোচনার মুখে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির এই সভাপতির পদ স্থগিত করে বিএনপি। তবে এতোদিন অধরাই ছিলেন সাদা পাথর লুটের মূল হোতা হিসেবে পরিচিত সাহাব উদ্দিন।অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব।
তবে সাহাব উদ্দিন আটক হলেও পাথর লুটের আরেক মাফিয়া প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আব্দুল অদুদ আলফু( চেয়ারম্যান) এখনো ধরাছোঁয়ার বাইরে। তাহার বিরুদ্ধে ৩টি খুন, ৫টি বিস্ফোরক, সাদাপাথর লুটপাট মামলাসহ দেড় ডজন মামলা রয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন আলফু কি আইনের উর্ধ্বে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, এর একটি বিশেষ দল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাহাব উদ্দিন ওই এলাকায় অবস্থান করছিলেন। র্যাব সদস্যরা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। সাদা পাথর লুটকাণ্ডে তার নাম আসায় কেন্দ্র থেকে তার দলীয় পদ স্থগিত করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর র্যাব-৯ রাত ২টা ২৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটের দিকে সাহাব উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, সাহাব উদ্দিন একজন পাথরব্যবসায়ী। ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সংগঠনেরও নেতৃত্বে রয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার নেতৃত্বে একটি চক্র সক্রিয় হয় ভোলাগঞ্জে। ৫ আগস্টে ভোলাগঞ্জ মহাসড়ক পাশের রিসোর্ট ও রোপওয়ে বাঙ্কারে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া, ভোলাগঞ্জ শুল্কস্টেশন এলাকার সরকারি জমি দখল, পাথরমহালের জমি ভাড়া দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।৫ আগস্টের বছরপূর্তিতে সাদা পাথর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজি সাহাব উদ্দিনের লোকজনেরা তার নামে রীতিমতো দখলযজ্ঞ করে পাথর লুটপাট শুরু করে।বিএনপি সূত্র জানায়, ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।